
ছবিঃ সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৮ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার নিয়ামত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত মুন হাওলাদার জামাল উদ্দিন হাওলাদারের ছেলে এবং বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। সোমবার ছিল তার এইচএসসি’র পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষা। কিন্তু পরীক্ষার হলে না গিয়ে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ঘরে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত তাকে মৃত ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ইমরান