ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু, চিকিৎসা নিতে গিয়ে পথেই প্রাণ হারালেন

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৯:৪৪, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪৫, ২৮ জুলাই ২০২৫

রাজবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু, চিকিৎসা নিতে গিয়ে পথেই প্রাণ হারালেন

ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা গ্রামে সাপের কামড়ে আক্কাস আলী (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়।

নিহত আক্কাস আলী ওই গ্রামের মো. কহর আলী মণ্ডলের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন আক্কাস। রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ পায়ে তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। আলো জ্বালিয়ে দেখতে পান পা থেকে রক্ত ঝরছে। সাপের কামড় বলেই ধারণা করেন তারা। পরে স্থানীয় সাপুড়ে আহম্মদ সাপুড়িয়ার কাছে নিয়ে যাওয়া হয় আক্কাসকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য মো. লিয়াকত আলী মোল্লা বলেন, “এই এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। আক্কাস আলীকে সাপে কামড় দিলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সকালে তাকে দাফন করা হয়েছে।”

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দীন বলেন, “ঘটনাটি লোকমুখে শুনেছি। ওই অঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে।”

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ জানান, “জেলায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত রয়েছে। কারও সাপে কাটার সন্দেহ হলে অবিলম্বে হাসপাতালে নিয়ে যেতে হবে, এতে প্রাণ বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি থাকে।”

ইমরান

×