
ছবি: দৈনিক জনকন্ঠ।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোনের (১৭ইষ্ট বেঙ্গল) আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) রাঙামাটি রিজিয়নের অধীনে নানিয়ারচর জোনের আওতাধীন কুতুছড়ি বাজার সংলগ্ন বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন, রাঙামাটি রিজিয়ন কমান্ডার (৩০৫ পদাতিক ব্রিগেড) বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
এসময় পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। পরে তিনি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও কথা বলেন।
তিনি শিক্ষার্থীদের বলেন, বাংলাদেশটা আমাদের। এই দেশ আমাদের মা। আমরা সবাই বাংলাদেশি। কে কোন জাতির সেটা বিবেচ্য বিষয় নয়। সবাই মিলে দেশটা কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কদিন পরে আমরা থাকব না। তখন দেশটাকে তোমাদের এগিয়ে যেতে হবে।
এতে নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, ক্যাপ্টেন মোঃ আশিকুজ্জামান, আরএমও ১৭ ইবি, মেজর আবু সালেহ মো. মেহেদী হাসান, এএমসি, ডাঃ মো. সোহেল চৌধুরী (শিশু বিশেষজ্ঞ) এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ মাসুদুর রহমান তালুকদার, সেনা অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মিরাজ খান