ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ:ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৯:৪০, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪০, ২৮ জুলাই ২০২৫

আওয়ামী লীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ:ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ফ্যাসিবাদের অন্যতম দোসর বরিশালের মুলাদী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আব্বাস হাওলাদারের জুলুম, নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (২৮ জুলাই) বেলা ১২টায় বরিশাল প্রেসক্লাবের হলরুমে ভুক্তভোগীদের মধ্যে স্বপন সরদার লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে স্বপন সরদার বলেন, ফ্যাসিবাদের দোসর বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্বাস হাওলাদার মুলাদী উপজেলায় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। গড়ে তুলেছেন একটি সন্ত্রাসী বাহিনী। তার মতের বিরুদ্ধে গেলেই হামলা, মামলাসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন অসংখ্য ব্যক্তি। আওয়ামী লীগ সরকার পতনের পরেও আব্বাস হাওলাদার তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, মুলাদী উপজেলার চরকমিশনার এলাকার ছালাম হাওলাদারের প্রতিবন্ধী ছেলে মনির হাওলাদারকে ২০২২ সালের ২৪ মে আব্বাস হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী নির্মমভাবে হত্যা করেছেন। আব্বাস হাওলাদার নিহতের পরিবারের ওপর চাপ প্রয়োগ করে বিএনপির ১১ নেতাকর্মীর নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করিয়ে বিভিন্ন ধরনের হয়রানি করেছেন।

এছাড়া ২০২৩ সালে চরকমিশনার এলাকার দিনমজুর শাহীন হাওলাদারকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে হাত এবং পা ভেঙে দেয় আব্বাস হাওলাদার ও তার সহযোগী সন্ত্রাসীরা। এমনকি তাকে (শাহীন) কোনো সরকারি হাসপাতালে পর্যন্ত চিকিৎসা করতে দেওয়া হয়নি।

লিখিত বক্তব্যে স্বপন সরদার আরও বলেন, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ফ্যাসিবাদের অন্যতম দোসর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন বিশ্বাসের সমালোচনা করায় মুলাদী উপজেলার বাসিন্দা নাসির উদ্দিনকে মারধর করা হয়। এরপর তার দুটি মাহিন্দ্রা ও একটি ইজিবাইক জোরপূর্বক নিয়ে যায় আব্বাস হাওলাদার।

চরকমিশনার এলাকার বাসিন্দা এমদাদুল হক সোহেল ২০২৪ সালের ১০ মে ঢাকা যাওয়ার সময়ে আব্বাস ও তার লোকজন তাকে হাতুড়ি পেটা করে একটি চোখ বিনষ্ট করে দেয়।

বিগত আওয়ামী লীগের শাসনামলে মীরগঞ্জের সাধারণ মানুষ আব্বাস হাওলাদারের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলেও থেমে নেই আব্বাস হাওলাদারের সন্ত্রাসী কর্মকাণ্ড।

চলতি বছরের ২৫ মার্চ মুলাদী পৌর যুবদলের সদস্য সচিব শাওন হাওলাদারকে মীরগঞ্জ ফেরিঘাটে বসে আব্বাস হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও প্রশাসন আব্বাস হাওলাদারের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

এছাড়া গত ২৭ জুন চরকমিশনার এলাকার শিল্পপতি শিহাব পেশকার বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে আব্বাস হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনী পথরোধ করে হামলা চালায়। এ ঘটনায় মুলাদী থানায় মামলা দায়ের করা হয়। গত ২৪ জুলাই চরকমিশনারের বাসিন্দা আবদুর রহমানকে প্রকাশ্যে মারধর করে আব্বাস হাওলাদার।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা অনতিবিলম্বে আব্বাস হাওলাদারকে গ্রেপ্তারপূর্বক বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়েছেন। অভিযোগের ব্যাপারে আব্বাস হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোনের লাইনটি বিচ্ছিন্ন করে তা বন্ধ করে রাখায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আফরোজা

×