
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিতে চাঁদাবাজ, তেলবাজ ও সেলফিবাজ নেতাদের ঠাঁই হবে না। এনসিপির নাম ও ব্যানার ব্যবহার করে যারা চাঁদাবাজি, সেলফিবাজি ও তেলবাজিতে যুক্ত তাদের হুঁশিয়ার ও সাবধান করে দেন।
এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
সমাবেশের আগে নগরীর শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা বের হয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগরীর গাঙ্গিনাপার, নতুন বাজার ও টাউন হল মোড়সহ প্রধান সড়ক হয়ে সমাবেশস্থলে যোগ দেন। সোমবার বিকেলের বৃষ্টিবিঘ্নিত এই সমাবেশে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতা, কর্মী ও সমর্থকরা যোগ দেন।
এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা সহ কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের স্বজনেরা বক্তব্য রাখেন।
সমাবেশকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আফরোজা