ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেল ১ হাজার মানুষ

আল মামুন, জয়পুরহাট

প্রকাশিত: ১৪:১৮, ২৮ জুলাই ২০২৫; আপডেট: ১৪:১৮, ২৮ জুলাই ২০২৫

সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেল ১ হাজার মানুষ

ছবি: জনকণ্ঠ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জয়পুরহাটে সেনাবাহিনীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা পেল শত শত মানুষ।


জয়পুরহাট শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের উদ্যোগে সোমবার  সকাল থেকেই বিভিন্ন বয়সের শত শত মানুষ ভিড় করেন ফ্রি মেডিকেল ক্যাম্পে। চিকিৎসা নিচ্ছেন বৃদ্ধ ও শিশু, নারীসহ সব বয়সের মানুষ, সেনাবাহিনীর এই ব্যতিক্রমী উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং স্বাস্থ্যপরামর্শ পেয়ে সন্তুষ্ট রোগীরা। সেবা নিতে রোগী আয়েশা আক্তার  বলেন, অনেক দিন যাবৎ চিকিৎসা করাতে পারছিলাম না। আজ সেনাবাহিনীর এই ক্যাম্প থেকে ভালো চিকিৎসা ও ওষুধ পেলাম।

২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক, লে. কনেল মোঃ রকিব উদ্দিন মজুমদার বলেন, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে এই সেবার আয়োজন করা সেই সাথে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই সেবা যেন সবার দোরগোড়ায় পৌঁছায়।


ফ্রী মেডিকেল ক্যাম্পে ৮ টি বুথের মাধ্যমে চর্ম ও যৌন, চক্ষু বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞসহ আরও কয়েকজন মেডিকেল অফিসারের মাধ্যমে প্রায় ১ হাজার মানুষকে এই সেবা দেওয়া হয়।

শিহাব

×