
ছবি: দৈনিক জনকন্ঠ।
বাউফল উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষায় হলরুমে ফ্যান নষ্ট হয়ে যাওয়ায় প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন পরীক্ষার্থীরা। এতে করে স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারছেন না তারা।
আজ সোমবার (২৮ জুলাই) পৌরনীতি ১ম পরীক্ষা শেষে উপজেলার কালিশুরি এস এ ইনস্টিটিউটের পরীক্ষার্থীরা এ অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিশুরি এস এ ইনস্টিটিউটসহ আশপাশের কয়েকটি পরীক্ষার হলে বিদ্যুৎ থাকলেও ফ্যান নেই। আবার কোথা ফ্যান থাকলেও তা অচল। এতে পরীক্ষার সময় দীর্ঘক্ষণ গরমে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। বিশেষ করে দুপুরের দিকে প্রচণ্ড গরমে অস্বস্তি আরও বেড়ে যায়।
হুজাইফা নামে একজন পরীক্ষার্থী বলেন, গরমে মাথা ঘুরে আসে, প্রশ্নে মনোযোগ দিতে পারছি না। ফ্যান না থাকায় ঘামতে ঘামতে লিখতে হচ্ছে। পরীক্ষা শেষ হতে না হতেই বাইরে দৌড়ে বেরিয়ে আসছি। কালিশুরি এস এ ইনস্টিটিউটের হল সুপারকে একাধিকবার এ বিষয়ে বলা হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি।
অভিভাবকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, এতো গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম পরিবেশটুকুও নিশ্চিত করা হচ্ছে না। এটি শিক্ষার্থীদের প্রতি চরম অবহেলা।
পরীক্ষার হল রুমে ফ্যান নষ্ট থাকার সত্যতা শিকার করে কালিশুরি এস এ ইনস্টিটিউট হল সুপার এইচ এম রেজাউল করিম রেজা বলেন,বিষয়টি আজকে আমি জানতে পেরেছি ।খুব দ্রুত ফ্যানগুলো ঠিক করা হবে।
মিরাজ খান