
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য জারি হয়েছে নতুন সতর্কবার্তা। সব ধরনের খাবার, ফলমূল, মাংস, উদ্ভিদ, মাটি বা প্রাণিজ পণ্য নিয়ে ভ্রমণ করলে তা অবশ্যই জানাতে হবে। এই নির্দেশনা দিয়েছে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা সংস্থা (CBP)।
সম্প্রতি CBP একটি পোস্টে জানিয়েছে, “আপনি যদি যুক্তরাষ্ট্রে খাবার নিয়ে ভ্রমণ করেন, তাহলে অবশ্যই মাংস, ফলমূল, শাকসবজি, গাছপালা, বীজ, মাটি, প্রাণী এবং প্রাণিজ ও উদ্ভিজ্জজাত পণ্য সাথে আছে তা জানাতে হবে।”
CBP জানায়, এসব পণ্য হাতে বহনযোগ্য ব্যাগ, লাগেজ বা গাড়ির মধ্যে থাকলেও তা জানাতে হবে। যদি কেউ খাবার, কৃষিপণ্য বহন করে অথবা কোনো খামার পরিদর্শন করে থাকেন বা পশুর সংস্পর্শে আসেন তাহলে শুল্ক ফর্ম ৬০৫৯বি-এর ১১ নম্বর প্রশ্নে “হ্যাঁ” উত্তর দিতে হবে।
ঘোষিত পণ্যগুলোর পরিদর্শন করবেন CBP’র কৃষি বিশেষজ্ঞরা, এবং তারাই সিদ্ধান্ত নেবেন কোন পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের উপযুক্ত।
ঘোষণা না করা কৃষিপণ্য মারাত্মক রোগ যেমন Foot-and-Mouth Disease বা Mad Cow Disease যুক্তরাষ্ট্রে ছড়িয়ে দিতে পারে। ফলে দেশটির কৃষি খাত ও অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে।
নিয়ম না মানলে প্রথমবার অপরাধে সর্বোচ্চ ১,০০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮৬,৫০০ টাকা) জরিমানা হতে পারে। আর বাণিজ্যিক লেনদেনে জরিমানার পরিমাণ আরও বেশি।
কোন পণ্যের ক্ষেত্রে কী নিয়ম?
ফল, শাকসবজি ও গাছপালা:
কোন দেশ থেকে এসেছে তার ওপর নির্ভর করে কিছু ফল-মূল অনুমোদিত। তবে অবশ্যই পোকামাকড়মুক্ত হতে হবে এবং ঘোষণা করা বাধ্যতামূলক। চারা বা গাছ লাগানোর উপযোগী অংশে থাকতে হবে ‘Phytosanitary Certificate’।
মাংস ও প্রাণিজ পণ্য:
অনেক দেশ থেকে আনা কাঁচা, শুকনো বা ক্যানজাত মাংস নিষিদ্ধ। এমনকি স্যুপ বা ব্রথজাত পণ্যও আটকাতে পারে যদি এতে নিষিদ্ধ মাংস থাকে।
প্রাণী ও পাখি:
যেকোনো প্রাণী বা পাখি আনার আগে অনুমতিপত্র লাগবে এবং তা কোয়ারেন্টাইন ও পরিদর্শনের আওতায় থাকবে।
মাটি ও জৈব উপাদান:
আগে থেকে USDA-এর অনুমতি ছাড়া মাটি আনা নিষিদ্ধ। বায়োলজিক্যাল নমুনাও পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কানাডা ও মেক্সিকো থেকে আনা পণ্য:
কানাডা ও মেক্সিকো থেকে আনা পণ্য বিশেষ নিয়মের আওতায় রয়েছে। যেমন, মেক্সিকান অ্যাভোকাডো আনতে হলে তা খোসা ছাড়ানো, বিচি ফেলা ও ভ্যাকুয়াম-প্যাক করা থাকতে হবে। তাজা টমেটো, বেল পেপার যেমন নিষিদ্ধ, তেমনি কিছু ফল-মূল ও বীজজাত দ্রব্যের জন্য বিশেষ অনুমতি প্রয়োজন।
মুমু ২