ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সৌদির ইতিহাসে প্রথমবার আয়োজিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব!

প্রকাশিত: ১৪:২৯, ২৭ জুলাই ২০২৫

সৌদির ইতিহাসে প্রথমবার আয়োজিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব!

ছবি: সংগৃহীত

বিনোদন জগতে বড়সড় চমক নিয়ে আসছে সৌদি আরব। সংস্কৃতির সম্প্রসারণে নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কমেডি উৎসব— ‘রিয়াদ কমেডি ফেস্টিভ্যাল’।

সৌদি সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান তুর্কি আলাল শেখ সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই উৎসবের ঘোষণা দেন। তার ভাষ্যমতে, চলতি বছর ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সৌদি রাজধানী রিয়াদের বুলেভার্ড সিটিতে জমকালো আয়োজনে বসবে এ উৎসবের আসর।

এই উৎসব ঘিরে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। অংশ নিতে যাচ্ছেন বিশ্বের প্রথম সারির ৫০ জনেরও বেশি জনপ্রিয় কমেডিয়ান। এরইমধ্যে নাম ঘোষণা করা হয়েছে কিছু তারকার— রয়েছেন বিশ্বজুড়ে জনপ্রিয় ‘কমেডির রাজা’ কেভিন হার্ট, মার্কিন স্ট্যান্ডআপ তারকা সেবাস্টিয়ান ম্যানিসকালকো, এবং ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান কমেডিয়ান রাসেল পিটার্স।

তুর্কি আলাল শেখ জানিয়েছেন, কেভিন হার্ট নিজেই আগ্রহ প্রকাশ করেছেন রিয়াদে আসার। এমনকি তাকে ঘিরে একটি আন্তর্জাতিক প্রচার ভিডিওও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে তুলে ধরা হয়েছে উৎসবের বিশাল আয়োজন এবং বৈশ্বিক আকর্ষণ।

এই উদ্যোগকে কেন্দ্র করে সৌদির সংস্কৃতি ও বিনোদন খাতের প্রসার যে আরও নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।

আসিফ

আরো পড়ুন  

×