ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ২১:২৫, ২৬ জুলাই ২০২৫

জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা

ছবিঃ সংগৃহীত

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সমাজ গঠনে শপথ পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসেবে কক্সবাজারে এই আয়োজন করা হয়। শনিবার সকালে সার্কিট হাউজ রোডের অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ছাত্র-জনতার জুলাই আন্দোলনের সাহসী বীর যোদ্ধাদের দ্রোহ ও আত্মত্যাগের স্পিরিটকে ধারণ করে আগামী দিনে একটি বৈষম্যহীন, মানবিক সমাজ তথা রাষ্ট্র বিনির্মাণে সকলকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “তাঁদের অনবদ্য অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।”

জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সফিউদ্দিন সফির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, শহিদ মোহাম্মদ ওয়াসিমের পিতা মো. শফিউল আলম, শহিদ তানভীর সিদ্দিকীর পিতা মো. বাদশা মিয়া, শহিদ আহসান হাবিবের ছোট ভাই মো. রায়হানসহ জুলাই যোদ্ধারা।

সভায় সরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় অনুষ্ঠানের সাথে সমন্বয় করে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ শপথ পাঠ করানো হয় এবং জুলাই শহিদদের রুহের মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইমরান

×