ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: ছারছীনা পীর

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর

প্রকাশিত: ২১:৩৫, ২৬ জুলাই ২০২৫; আপডেট: ২১:৩৫, ২৬ জুলাই ২০২৫

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: ছারছীনা পীর

ছবিঃ সংগৃহীত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন চালুর জন্য অন্তর্বর্তী সরকার সমঝোতা স্মারক সই করায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, এটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন স্বার্থে জাতিসংঘের মানবাধিকার অফিস এ দেশে হতে দেওয়া যায় না। এটি দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের নীতিগত সিদ্ধান্ত।

তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার অফিস দেখা যায়। বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ না হওয়া সত্ত্বেও এখানে এমন অফিস করতে চাওয়াটা রহস্যজনক।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের উচিত—সময় নষ্ট না করে, দ্রুত আলেম-ওলামাসহ সর্বস্তরের জনগণের এই কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন করা।

তিনি অভিযোগ করে বলেন, দেশের প্রথিতযশা নিরীহ আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ওপর দেশ-বিদেশে যে বর্বর গণহত্যা সংঘটিত হয়েছে, সেসব বিষয়ে আজ পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন কোনো বিবৃতি দেয়নি। তখন কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? যদি হয়ে থাকে, তাহলে তারা অফিসিয়ালি উদ্বেগ প্রকাশ করেনি কেন?

পরিশেষে তিনি বলেন, "আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশ থেকে অতিদ্রুত অপসারণ করা হোক।"

ইমরান

×