
ময়মনসিংহের হালুয়াঘাটে ৬টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা, একটি এক্স-রে রুম ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করা হয়েছে। লাইসেন্স না থাকা, ফায়ার সার্ভিসের অনুমোদন না থাকা, অদক্ষ ল্যাব টেকনিশিয়ান এবং কাগজপত্রের মারাত্মক অনিয়মের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
শনিবার দুপুরে এই অভিযান চালিয়ে ডিজিটাল আকন্দ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও এক্স-রে রুম সিলগালা, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, নিরাপদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার,সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ডিজিটাল সীমান্ত প্যাথোলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জানতেই সাথে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র পন্ডিত। এছাড়াও অভিযানে পুলিশ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
সচেতন নাগরিক সমাজ বলছে,ডাক্তার বসিয়ে অতিরিক্ত টেস্টের নামে প্রতারণা, দুই মাস না যেতেই পুরাতন রোগীকে নতুন রোগী হিসেবে গণ্য করে পুনরায় সব টেস্ট করান এসব বন্ধ হওয়া জরুরি। প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে।
হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, অবৈধ ও নিয়ম-বহির্ভূত ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আইনের আওতায় আনা হবে। মানুষের স্বাস্থ্য নিয়ে ব্যবসা চলবে না। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর কোনোটি ছিল লাইসেন্সবিহীন, কোথাও অদক্ষ বা প্রশিক্ষণহীন ল্যাব টেকনিশিয়ান, আবার কোথাও অগ্নি নিরাপত্তা বা ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছিল না। এসব অনিয়মের কারণে রোগীদের জীবন ঝুঁকিতে পড়ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাত জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে কাগজপত্র হালনাগাদ করতে বলা হয়েছে। তা না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রাজু