
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খায়রুল হাসান বেনুর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন দলটির এক শীর্ষ নেতা। অভিযোগে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত থাকা সত্ত্বেও খায়রুল হাসান বেনু দলীয় কর্মসূচিতে উপস্থিত থাকার চেষ্টা করছেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি করছে।
শুক্রবার (২৬ জুলাই) বিষয়টি নিয়ে মতলব উত্তর থানায় লিখিত আবেদন করেন চাঁদপুর জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মো. ইউসুফ মিয়াজী। আবেদনে তিনি উল্লেখ করেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃত খায়রুল হাসান বেনু যুবদলের কোন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু তিনি নিয়মিতভাবে মিছিল-মিটিংয়ে অংশ নেওয়ার চেষ্টা করছেন। এতে দলের ভেতরে বিশৃঙ্খলা ও সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, বহিষ্কৃত নেতার উপস্থিতি কেন্দ্র করে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং এতে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি লিপিবদ্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিযোগের পক্ষে অবস্থান নিলেও, একাংশ বলছেন এটি অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বহিস্কৃত খায়রুল হাসান বেনুর বিরুদ্ধে সাধারণ ডায়রির আবেদন পাওয়া গেছে, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রাজু