
ছবি: জনকণ্ঠ
ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত আসতে হচ্ছে ১২৩ বাংলাদেশিকে। মালয়েশিয়ায় ভ্রমণের প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) টার্মিনাল ১ এবং ২-এ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১৯৮ জন বিদেশি নাগরিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—অপর্যাপ্ত তহবিল বা ডলার না থাকা, হোটেল বুকিং না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকা। মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা প্রকাশিত এক খবরে এ তথ্য জানা গেছে।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (AKSEM) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, যাদের প্রবেশে অস্বীকৃতি জানানো হয়েছে, তাদের ‘নট টু ল্যান্ড’ (NTL) পদ্ধতির অধীনে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিমান সংস্থাগুলোকে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হবে।
মোট ১২৮ জনকে টার্মিনাল ১-এ আটক করা হয়েছিল, যার মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরীয় নাগরিক। টার্মিনাল ২-এ প্রবেশে বাধা পাওয়া ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামী নাগরিক।
বারনামা জানায়, বেশ কয়েকজন আটক ব্যক্তির ফোনে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (AKSEM) অফিসারদের ছবি দেখা গেছে। এতে সংস্থাটির মহাপরিচালক শুহাইলি তাঁর সংস্থার সম্ভাব্য সিন্ডিকেটের জড়িত থাকার কথাও প্রকাশ করেছেন।
চলতি মাসের ১১ তারিখেও কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ভ্রমণ ভিসায় আসা ৯৬ জন বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে তাদেরও ফেরত পাঠানো হয়েছিল।
মুমু ২