ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মাগুরার মহম্মদপুরে ধর্ষিতা শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন আমীরে জামায়াত

নিজস্ব সংবাদদাতা,মাগুরা 

প্রকাশিত: ১৯:৩৭, ৩১ জুলাই ২০২৫

মাগুরার মহম্মদপুরে ধর্ষিতা শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন আমীরে জামায়াত

মাগুরার মহম্মদপুরে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষিতা ৮ বছরের  শিশুর পরিবারের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  ডা: শফিকুর রহমান । বুধবার সন্ধ্যায় উক্ত শিশুর বাড়িতে গিয়ে জামায়াত নেতৃবৃন্দ আমীরে জামায়াতের পক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন। 

মাগুরার মহম্মদপুরের কানাইনগর গ্রামের ধর্ষিতা শিশুর বাড়িতে গিয়ে অভিভাবকদের হাতে আমীরে জামায়াতের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো:  মোবারক হোসাইন নগদ অর্থ হস্তান্তর করেন। 

এই সময় উপস্থিত উপস্থিত জেলা জামায়াতের সাবেক আমীর ও বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ড, আলমগীর বিশ্বাস, মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকের । 

তারা উক্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, মাগুরার মহস্মদপুরের কানাইনগর গ্রামে প্রতিবেশির বাড়িতে সম্প্রতি বেড়াতে গেলে এক বৃদ্ধ কর্তৃক ধর্ষিতা হয় ৮বছরের  শিশু। এ ব্যপারে মহস্মদপুর থানায় মামলা হয়েছে। পুলিশ উক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে।   

আফরোজা

×