
বগুড়া শহরের প্রাণকেন্দ্র পুলিশ প্লাজা পরিণত হয় তারকাখচিত এক উৎসবে, যেখানে দেশের জনপ্রিয় কসমেটিক ব্র্যান্ড হারল্যান-এর নতুন শোরুম উদ্বোধন করতে হাজির হন জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ, চিত্রনায়ক ইমন এবং অভিনেত্রী কেয়া পায়েল।
তিন তারকার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকাল থেকেই জমতে থাকে উৎসুক জনতার ভিড়। দুপুরের দিকে সেই ভিড় পরিণত হয় জনস্রোতে। প্রিয় তারকাদের এক নজর দেখতে এবং ছবি তুলতে উৎসাহী জনতা পুলিশ প্লাজার সামনে দখল নেয়।বিকেলে তারকাদের বহনকারী গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হয় হুড়োহুড়ি। সেলফি ও অটোগ্রাফ নেয়ার হিড়িকে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। এক পর্যায়ে অতিরিক্ত চাপ সামলাতে না পেরে পুলিশ প্লাজার মূল ফটক ভেঙে পড়ে। এতে কয়েকজন হালকা আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
নিরাপত্তা রক্ষীরা ভিড় সামলাতে হিমশিম খেলেও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। তারকাদের নিরাপদে ভেতরে নিয়ে শোরুম উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় এবং পরে নিরাপদভাবে স্থান ত্যাগ করেন তারা।
তবে অনেকে অনেকক্ষণ অপেক্ষা করেও প্রিয় তারকাদের দেখা না পেয়ে হতাশায় ফিরে যান। অনুষ্ঠান শেষে ব্র্যান্ডটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে আরও সুশৃঙ্খল আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
রাজু