
ছবি: সংগৃহীত
ওয়েবসাইটে বারবার সাইন ইন করা বেশ ঝামেলার কাজ, আর তাই অটোমেটিক সাইন-ইন বা অটোফিল ফিচার এখন বেশ জনপ্রিয়। গুগল ক্রোমেও এই সুবিধা পাওয়া যায়, যেখানে Google Password Manager ব্যবহার করে সহজেই ইউজারনেম ও পাসওয়ার্ড সংরক্ষণ ও প্রয়োজনে পূরণ করা যায়।
তবে এতদিন অ্যান্ড্রয়েডে গুগল ক্রোমে একটি বড় ধরনের নিরাপত্তা ঘাটতি ছিল—যেটি অবশেষে সমাধান করা হয়েছে।
আগে অ্যান্ড্রয়েডে ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইটে সংরক্ষিত লগইন তথ্য থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যেত। সুবিধাজনক হলেও এতে একটি সমস্যা ছিল—আপনার ফোন যদি অন্য কেউ ব্যবহার করে, তাহলে তার পক্ষেও কোনো ওয়েবসাইটে আপনার সেভ করা তথ্য দিয়ে সহজেই লগইন করা সম্ভব হতো। অর্থাৎ, ব্যবহারকারীর অনুমতি ছাড়াই সংরক্ষিত তথ্য ব্যবহার করে লগইন করা যেত।
এখন থেকে এই সমস্যার সমাধান হিসেবে গুগল পাসওয়ার্ড ম্যানেজারে একটি নতুন অপশন যুক্ত হয়েছে। এটি চালু করলে অটোফিলের আগে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ফোনের আনলক স্ক্রিন ব্যবহার করে প্রমাণীকরণ করতে হবে।
যদিও নতুন এই সেটিং-এ এখনো লেখা আছে "Coming soon to Chrome", তবে যারা ইতোমধ্যে Google Password Manager ব্যবহার করছেন, তারা চাইলে এখনই এটি চালু করতে পারেন।
এই অপশন চালু করতে: Chrome Settings > Google Password Manager > Device Settings-এ যান এবং সেখান থেকে নতুন নিরাপত্তা অপশন চালু করুন।
উল্লেখযোগ্যভাবে, ফায়ারফক্স ব্রাউজার অনেক আগে থেকেই পাসওয়ার্ড ব্যবহারে এমন নিরাপত্তা দিয়ে আসছে। ফায়ারফক্স ডিফল্ট অটোফিল হিসেবে সেট করা থাকলে পাসওয়ার্ড ব্যবহারের আগে ডিভাইস আনলক করতে হয়। এমনকি সেটিংসে পাসওয়ার্ড দেখতে গেলেও আনলক পদ্ধতি ব্যবহার করতে হয়।
গুগলের এই নতুন সুরক্ষা ফিচার অবশেষে তাদের পাসওয়ার্ড ব্যবস্থাপনাকে অন্যান্য ব্রাউজারের সমপর্যায়ে নিয়ে এসেছে।
আসিফ