ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

স্যামসাং ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? এই ৭টি সেটিংসেই মিলবে সমাধান!

প্রকাশিত: ১৪:৩৮, ২ আগস্ট ২০২৫; আপডেট: ১৪:৩৮, ২ আগস্ট ২০২৫

স্যামসাং ফোনের ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? এই ৭টি সেটিংসেই মিলবে সমাধান!

ছবি: সংগৃহীত

স্যামসাং ফোন ব্যবহার করছেন এবং ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে? চিন্তার কিছু নেই—মাত্র ৭টি সহজ সেটিংস বদলালেই আপনার ফোনের ব্যাটারি অনেকটা সময় টিকবে, তাও কোনো গুরুত্বপূর্ণ ফিচার হারানো ছাড়াই।

AMOLED ডিসপ্লে থাকায় ডার্ক মোড চালু করলে স্ক্রিন কম শক্তি ব্যবহার করে, আর অ্যাডাপটিভ ব্রাইটনেস ফোনকে আলো অনুযায়ী নিজে থেকেই স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে দেয়। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা বন্ধ করলে পেছনে না চলায় ব্যাটারি বাঁচে, আর ব্যাটারি সেটিংসে গিয়ে কোন অ্যাপ বেশি চার্জ খায় তা শনাক্ত করাও সহজ। নিয়মিত রুটে ট্র্যাভেল করলে গান, ভিডিও, বা ম্যাপ অফলাইনে নামিয়ে নিন—তাতে ডেটা ও ব্যাটারি দুই-ই বাঁচবে। Always-On Display সবসময় চালু না রেখে নির্দিষ্ট সময় নির্ধারণ করে চালু রাখলে আরও কার্যকর হয়।

আর যারা গেম খেলেন না, তারা 'Light' পারফরম্যান্স প্রোফাইল বেছে নিলে ফোন ঠাণ্ডা থাকবে এবং চার্জও দীর্ঘস্থায়ী হবে। ফোনের চার্জ একেবারে কমে গেলে Power Saving চালু করে, ডেটা রোমিং ও লোকেশন বন্ধ করে, এবং AOD বন্ধ রাখলে আরও কিছু সময় ফোন সচল রাখা সম্ভব। এই টিপসগুলো নিয়মিত মেনে চললে আপনার Galaxy ফোনের ব্যাটারি টিকে থাকবে আরও দীর্ঘ সময়।

শিহাব

×