
রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামে এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী কতৃক পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে স্বজন ও পুলিশ মুগদা হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত নজরুলের মামা কামাল হোসেন জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে। নজরুলের বাবার নাম মৃত রহিম মোল্লা। বর্তমানে খিলগাঁও সিপাহীবাগ, উত্তর গোড়ান, চারতলা গলি এলাকায় স্ত্রী আকলিমা বেগম ও দুই সন্তানকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। বাসার পাশেই তার সিঙ্গারা ও পুরির দোকান রয়েছে।
নজরুল ইয়াবা সেবন করতেন এবং বিক্রিও করতেন। খিলগাঁও থানায় তার নামে মাদক মামলা রয়েছে। শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা (সেনাবাহিনী) নজরুলের বাসায় ঢুকে স্ত্রী-সন্তানদের সামনেই তাকে বেধড়ক মারধর করেন। পরে নজরুল ও তার স্ত্রীকে বাসায় থাকা এক লাখ টাকা ও মোবাইলসহ বাসাবো ক্যাম্পে নিয়ে যান। সেখানেও তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন মামা কামাল হোসেন।
তিনি আরও বলেন, ভোর আনুমানিক ৪টার দিকে নজরুল বাসাবো ক্যাম্পে অচেতন হয়ে পড়েন। তখন সেনা সদস্যরা তার স্ত্রীর কাছে দুই হাজার টাকা দিয়ে বলেন, তাকে মুগদা হাসপাতালে নিয়ে যেতে। এরপর স্ত্রী আকলিমা বেগম নজরুলকে ভোরে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে খিলগাঁও থানার সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, নজরুলের হাতে ও পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খিলগাঁওয়ের বাসা থেকে ওই ব্যক্তিকে স্বজনরা মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। আমরা এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।
সানজানা