
ছবি: দৈনিক জনকন্ঠ।
মিশরের কায়রোর আকাশ যেন সেদিন ভিন্ন এক আভায় স্নাত হয়েছিল। সূর্যাস্তের রঙ মিশে গিয়েছিল আধ্যাত্মিকতার সোনালি আলোয়। ঐতিহাসিক গোল্ডেন হল–এ বসেছিল বিশ্বের শীর্ষস্থানীয় আলেম, সুফি ও ইলমপিপাসু ছাত্রদের এক মহামিলনমেলা। আয়োজনটির নাম—আন্তর্জাতিক ইসলামী কনফারেন্স ২০২৫, যার মূল প্রতিপাদ্য ছিল “ইমাম আহমদ রেজা খান রহ. এর জীবন ও কর্ম”।
সম্মেলনের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী কারিম জিদান যখন কুরআনের আয়াতগুলো পরিবেশন করছিলেন, তখন পুরো হল যেন রূপান্তরিত হয়েছিল এক আধ্যাত্মিক প্রাঙ্গণে। সেই সুর শুধু কানেই পৌঁছায়নি, স্পর্শ করেছে হৃদয়ের অন্তস্তল।
এরপর শুরু হয় মূল আলোচনা। ইমাম আহমদ রেজা রহ. – যিনি ছিলেন জ্ঞানের আলোয় উজ্জ্বল এক মুজাদ্দিদ, ফিকহি প্রজ্ঞা ও রাসূলপ্রেমের এক উজ্জ্বল নক্ষত্র—তাঁর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন বিশ্বের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদরা। বক্তাদের কণ্ঠে উঠে আসে তাঁর ইলমি গভীরতা, উম্মাহর জন্য রেখে যাওয়া সুস্পষ্ট দিকনির্দেশনা এবং সুন্নাহর প্রতি তাঁর অটল আনুগত্য। বক্তব্য রাখেন শাইখ মাহমুদ ইয়াহিয়া আজহারী, শাইখ ড. আহমেদ সামির কানদীল, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইসলামিক থিওলজির ভাইস ডিন শাইখ ড. জামিল ইব্রাহিম তালিব, লেকচারার শাইখ মুহাম্মদ ইয়াহলা আল-আজহারী এবং আমেরিকার আল-কুরআন একাডেমির জেনারেল ডিরেক্টর শাইখ ড. সৈয়দ ইরশাদ আহমেদ বুখারী। প্রতিটি বক্তব্যে ভেসে আসে ভালোবাসা, গবেষণার গভীরতা এবং আধ্যাত্মিক মাধুর্য।
কনফারেন্সের আরেকটি উজ্জ্বল মুহূর্ত ছিল নাত পরিবেশনা। পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শায়ের ও নাতখোয়ান হাফিজ তাহের কাদেরী তাঁর কণ্ঠে ইশক-ই-রাসূলের যে সুর তুললেন, তাতে পুরো হল যেন ডুবে গেল রাসূলুল্লাহ সা.-এর প্রেমময় সুবাসে। সেই সুরের আবেশে আধ্যাত্মিকতা যেন বাতাসে ভেসে বেড়াতে লাগল।
মিশর, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তানজানিয়া, ইন্দোনেশিয়া সহ বহু দেশের জ্ঞানপিপাসু ছাত্রদের উপস্থিতিতে কনফারেন্সটি রূপ নিল এক বৈশ্বিক আধ্যাত্মিক ও ইলমি আসরে। একে অপরের মুখ থেকে উচ্চারিত হলো একই সত্য—ইমাম আহমদ রেজা খান রহ. কেবল ভারতীয় উপমহাদেশের একজন আলেম নন, বরং তিনি সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক আলোকবর্তিকা, যাঁর জীবন সুন্নাহর ভালোবাসা এবং রাসূলপ্রেমের শাশ্বত শিক্ষা বহন করে।
শেষ পর্বে কনফারেন্সের আবহ হয়ে ওঠে আরও হৃদয়স্পর্শী। বিশ্ব উম্মাহর ঐক্য, শান্তি এবং সুন্নাহর প্রসারের দোয়া করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে ওঠে বহু চোখ। পবিত্র দোয়ার সুরে গোল্ডেন হল যেন প্রতিধ্বনিত হতে থাকে আধ্যাত্মিকতার আলোয়।
কায়রোর এই রাত প্রমাণ করল—ইলমের আলো এবং ভালোবাসার মশাল হাতে নিলে সীমানা মুছে যায়, হৃদয়গুলো এক হয়, আর উম্মাহর ঐক্যের পথ খুলে যায়। ইমাম আহমদ রেজা খান রহ. এর জীবন নিয়ে এই আলোচনা কেবল একটি সম্মেলন নয়, বরং এটি ছিল জ্ঞানের নতুন জাগরণ, রাসূলপ্রেমের এক অনন্য ঘোষণা।
লেখক ও কলামিস্ট, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর
মিরাজ খান