ঢাকা, বাংলাদেশ   শনিবার ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

কুয়েতে কাতার প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, প্রবাসীদের স্বার্থে গুরুত্বারোপ

বিলাল উদ্দিন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুয়েত

প্রকাশিত: ১৪:৫৫, ২ আগস্ট ২০২৫; আপডেট: ১৪:৫৫, ২ আগস্ট ২০২৫

কুয়েতে কাতার প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, প্রবাসীদের স্বার্থে গুরুত্বারোপ

ছবি: দৈনিক জনকন্ঠ।

কাতার প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চুর নেতৃত্বে কুয়েত সফরে এসেছেন কাতার প্রবাসী সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। শুক্রবার (০১ আগস্ট) বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ অন্যান্য সাংবাদিকরা "কাতার প্রতিনিধিদের সঙ্গে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর একটি প্রীতিভোজেও যোগ দেন দুই দেশের প্রবাসী সাংবাদিক নেতারা।

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক আ হ জুবেদ, বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েতের যুগ্ম সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, সাংগঠনিক সম্পাদক জিটিভির কুয়েত প্রতিনিধি আলাল আহমদ, দৈনিক কালবেলা প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক পাবেল এবং কবি ও লেখক জুলফিকার পথিক। 

আলোচনা সভায় কুয়েত ও কাতারে প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও প্রবাসে। বাংলাদেশিদের সুখ দুঃখ সহ প্রবাসের বিভিন্ন অভিজ্ঞতার আলোকে কাজে লাগিয়ে দেশের ভাবমূর্তি অটুট রাখতে সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

মিরাজ খান

আরো পড়ুন  

×