ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বেতন চাইলে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হচ্ছে জনকণ্ঠের কর্মীদের!

প্রকাশিত: ১৯:৫৭, ৩ আগস্ট ২০২৫

বেতন চাইলে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হচ্ছে জনকণ্ঠের কর্মীদের!

বেতন চাইলে চাকরি চলে যায় এমন এক অমানবিক পরিস্থিতিতে পড়েছেন জনকণ্ঠে কর্মরত বহু সাংবাদিক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে বলেছেন, এই 'দমননীতি' বন্ধ না হলে জনকণ্ঠ কর্তৃপক্ষকে এর সম্পূর্ণ দায় নিতে হবে।

তারা বলেন, “বছরের পর বছর কাজ করেও সাংবাদিক-কর্মচারীরা পাচ্ছেন না তাদের প্রাপ্য। বরং ন্যায্য দাবি তুললেই হাতে তুলে দেওয়া হচ্ছে টার্মিনেশন লেটার।”

বিবৃতিতে নেতারা অবিলম্বে সব ছাঁটাই প্রত্যাহার এবং পাঁচ কোটির বেশি বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান।

আফরোজা

×