ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ১৮:০২, ৩ আগস্ট ২০২৫; আপডেট: ১৮:০৮, ৩ আগস্ট ২০২৫

ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২১ নেতাকর্মী গ্রেফতার

ছবি: জনকণ্ঠ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের মোট ২১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয়, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং বেশ কয়েকজন বিভিন্ন সময় সরকারবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

গ্রেফতারকৃতদের পরিচয়:
১. মোঃ দেলোয়ার হোসেন – ফরদাবাদ ইউনিয়ন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া (সাধারণ সম্পাদক, নিষিদ্ধ আওয়ামী লীগ)
২. মোঃ গিয়াস উদ্দিন (৩৫) – যুবলীগ, পীরগঞ্জ থানা, ঠাকুরগাঁও
৩. বোরহান উদ্দিন আহম্মেদ (৭০) – সভাপতি, পৌর আওয়ামী লীগ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
৪. মোঃ ইব্রাহীম (৬২) – জয়েন্ট সেক্রেটারি, ২০নং ওয়ার্ড, শাহবাগ থানা আওয়ামী লীগ
৫. মোঃ বাদশা খান (২৯) – সহ-সভাপতি, বনানী থানা ছাত্রলীগ ও সদস্য, ঢাকা মহানগর উত্তর
৬. মোঃ তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭) – কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ছাত্রলীগ
৭. সাব্বির মজুমদার (৪৩) – সদস্য, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটি
৮. মোঃ জাকির হোসেন ফরাজী (৫৩) – সহ-সভাপতি, কাঠালিয়া থানা আওয়ামী লীগ, ঝালকাঠি
৯. মোঃ মোর্শেদ (৫১) – সাংগঠনিক সম্পাদক, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ, ভোলা
১০. আনিসুর রহমান হিটলু (৪৮) – সহ-সভাপতি, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগ
১১. জাহাঙ্গীর আলম (৫০) – সদস্য, উত্তরখান থানা আওয়ামী লীগ
১২. মোঃ রেজাউল করিম (৩৩) – সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ
১৩. মইনুল হোসেন সুমন (৪৮) – প্রাক্তন কেন্দ্রীয় সদস্য, ছাত্রলীগ
১৪. মোঃ আজিজুল হক (৪৫) – সাংগঠনিক সম্পাদক, উত্তরখান থানা আওয়ামী লীগ
১৫. মোঃ রকি ওরফে রুকু (৩৩) – সাংস্কৃতিক সম্পাদক, কায়েতটুলী শাখা আওয়ামী লীগ, বংশাল থানা
১৬. লিয়াকত আলী তালুকদার – সভাপতি, ঝালকাঠি পৌর আওয়ামী লীগ ও সাবেক মেয়র
১৭. মাহমুদ শিকদার (৪৭) – সিনিয়র সহ-সভাপতি, ঢাকা দক্ষিণ মৎসজীবী লীগ
১৮. হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন – সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, ১নং ওয়ার্ড, উত্তরা পূর্ব থানা
১৯. সান মোহাম্মদ (৪২) – সাধারণ সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগ
২০. সায়মন রহমান (৪২) – সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, ৫৪নং ওয়ার্ড, শ্যামপুর থানা
২১. মোঃ আল মামুন সরকার (৪৪) – সহ-সভাপতি, ১নং ওয়ার্ড, স্বেচ্ছাসেবক লীগ, খিলগাঁও থানা

গ্রেফতারের সময় ও স্থান:
ডিবি, সিটিটিসি ও সংশ্লিষ্ট থানা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

উল্লেখযোগ্য কয়েকটি অভিযান:

  • ২ আগস্ট রাত ১১:৫৫: পল্টন থেকে মোঃ দেলোয়ার হোসেন (ডিবি গুলশান বিভাগ)
  • ২ আগস্ট দুপুর ১:১০: হাজারীবাগের ঝিগাতলা এলাকা থেকে গিয়াস উদ্দিন (ডিবি উত্তরা বিভাগ)
  • ২ আগস্ট বিকেল ৫:৪৫: জুরাইন রেললাইন এলাকা থেকে মোঃ ইব্রাহীম (ডিবি লালবাগ বিভাগ)
  • ২ আগস্ট বিকেল ৪:৩০: নিকুঞ্জ-২ থেকে বাদশা খান (সাইবার ক্রাইম বিভাগ)
  • ২ আগস্ট রাত ৮:০৫: দক্ষিণ গোড়ান, খিলগাঁও থেকে তরিকুল ইসলাম (ডিবি উত্তরা)
  • ২ আগস্ট রাত ৮:০০: গুলশান থেকে সাব্বির মজুমদার (ডিবি তেজগাঁও)
  • ২ আগস্ট বিকেল ৫:৪৫: মতিঝিল থেকে জাকির হোসেন (ডিবি মতিঝিল)
  • ২ আগস্ট রাত ৯:২০: রূপনগর থেকে মোর্শেদ (ডিবি মিরপুর)
  • ২ আগস্ট রাত ১০:০০: নিউমার্কেট এলাকা থেকে হিটলু (সাইবার টিম)
  • ২ আগস্ট রাত ১১:৪৫: কাচকুড়া বাজার, উত্তরখান থেকে জাহাঙ্গীর আলম (সাইবার টিম)
  • ৩ আগস্ট রাত ২:৪৫: উত্তরা পশ্চিম, ১১ নম্বর সেক্টর থেকে রেজাউল করিম (সাইবার টিম)
  • ৩ আগস্ট রাত ১২:১৫: শান্তিনগর, ডেমরা থেকে মইনুল হোসেন (সাইবার দক্ষিণ)
  • ৩ আগস্ট রাত ১২:৩০: মদিনাবাগ, মুগদা থেকে মাহমুদ শিকদার (মুগদা থানা পুলিশ)
  • ৩ আগস্ট রাত ৩:১০: এলিফ্যান্ট রোড, নিউমার্কেট এলাকা থেকে সান মোহাম্মদ (নিউমার্কেট থানা)
  • ৩ আগস্ট রাত ১২:১০: খিলগাঁও এলাকা থেকে আল মামুন সরকার (র‌্যাব-৩ এর সহযোগিতায়)

অভিযোগ ও আইনি প্রক্রিয়া:
ডিবি, থানা পুলিশ ও সিটিটিসি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের অধিকাংশই নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা, মিছিল-মিটিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারে যুক্ত ছিলেন।
তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে এবং নতুন করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

মারিয়া

×