
ছবি: সংগৃহীত।
১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে এই সিলিন্ডারের দাম হবে ১,২৭৩ টাকা, যা আজ ৩ আগস্ট (রোববার) সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।
আজ বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে এই নতুন দাম ঘোষণা করা হয়।
এর আগে ২ জুলাই দাম ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ, এক মাসের ব্যবধানে দুই দফা মূল্যহ্রাসে কিছুটা হলেও স্বস্তি পেতে যাচ্ছেন সাধারণ ভোক্তারা।
এছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা (মূসকসহ)।
বিভিন্ন সাইজের সিলিন্ডারের নতুন দাম হলো:
-
৫.৫ কেজি: ৫৮৪ টাকা
-
১৫ কেজি: ১,৫৯২ টাকা
-
২০ কেজি: ২,১২২ টাকা
-
২৫ কেজি: ২,৬৫৩ টাকা
-
৩০ কেজি: ৩,১৮৩ টাকা
-
৪৫ কেজি: ৪,৭৭৫ টাকা
মূল্য হ্রাসের কারণ কী?
বিইআরসি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেন গ্যাসের দাম কমেছে, আর ডলারের বিনিময় হারে সামান্য পরিবর্তন এসেছে—এসব কারণে দাম সমন্বয় সম্ভব হয়েছে।
বিইআরসি’র এক কর্মকর্তা জানান, “আমরা প্রতি মাসে সৌদি আরবের আরামকো কোম্পানির প্রকাশিত CP (Contract Price) অনুসারে দাম ঠিক করি। তাই বিশ্ববাজারে দরপতন হলে দেশেও স্বাভাবিকভাবে দাম কমে।”
বিশ্লেষকদের মতে, বাজার পর্যবেক্ষণ ও স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখলে ভোক্তারা নিয়মিত এমন স্বস্তির সুফল পেতে পারেন।
নুসরাত