ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সমুদ্রে পড়ে যাওয়া কন্টেইনার গুলো কী হয়?

প্রকাশিত: ২১:০৫, ৩ আগস্ট ২০২৫

সমুদ্রে পড়ে যাওয়া কন্টেইনার গুলো কী হয়?

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো গভীর সমুদ্রপথ। এই পথে চলাচল করে বিশাল আকৃতির কন্টেইনারবাহী কার্গো জাহাজ, যেগুলোতে থাকে হাজার হাজার ২০ থেকে ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার। এসব কন্টেইনারে থাকে বিলাসবহুল পণ্য, যন্ত্রাংশ, খাদ্যদ্রব্য, বাল্ক সামগ্রী এবং তরল পদার্থ।

 

 

তবে, কখনো কখনো এই বিশাল জাহাজগুলো প্রাকৃতিক দুর্যোগ, সংঘর্ষ বা যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার শিকার হয়। এর ফলে অনেক কন্টেইনার সমুদ্রে পড়ে যায়। এমন অবস্থায় অধিকাংশ সময় এগুলো উদ্ধার করা সম্ভব হয় না।
শিপিং কোম্পানিগুলো সাধারণত এই কন্টেইনারগুলিকে "Lost at Sea" হিসেবে ঘোষণা করে এবং বীমা সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে নেয়।
এর কারণ, সমুদ্রে কন্টেইনার উদ্ধার করা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল—এতটাই যে, উদ্ধার ব্যয়ের পরিমাণ ওই কন্টেইনারে থাকা পণ্যের চেয়ে অনেক বেশি হয়ে যায়।

 

অদ্ভুতভাবে, অনেক কন্টেইনার সম্পূর্ণ ডুবে না গিয়ে অনেকক্ষণ ভেসে থাকে। এগুলো বিশেষ উপকরণ ও প্রযুক্তি* দিয়ে তৈরি হওয়ায় সমুদ্রে আংশিক ভাসমান অবস্থায় টিকে থাকতে পারে।
আর এখানেই শুরু হয় অদ্ভুত এক অধ্যায়—ভেসে থাকা এই কন্টেইনার একদিকে নাবিক বা জাহাজ চলাচলের জন্য বিপজ্জনক, আবার অন্যদিকে খুঁজে পাওয়া ব্যক্তির জন্য জীবন বদলে দেওয়ার সুযোগ হয়ে দাঁড়ায়।

 

 

 

অনেক দেশে “Finders Keepers” বা "যিনি পান, তিনিই মালিক" আইন অনুসরণ করা হয়। অর্থাৎ, যদি কেউ সমুদ্রে ভাসমান কন্টেইনার খুঁজে পান এবং সেটি উপকূলে নিয়ে আসেন, তবে সেই দেশের আইন অনুযায়ী তিনি কন্টেইনার ও তার ভিতরে থাকা সবকিছুর মালিকানা পেতে পারেন।
হোক সেটা গাড়ি, ইলেকট্রনিক্স, বিলাসবহুল পণ্য কিংবা সাধারণ পণ্যসামগ্রী—সবকিছুই তার দখলে চলে আসে।

 

 

 

তবে এই নিয়ম সর্বজনীন নয়। অনেক দেশে যদি আসল মালিক বা শিপিং কোম্পানি মালিকানা দাবি করে, তাহলে খুঁজে পাওয়া ব্যক্তির মালিকানা বাতিল হয়ে যেতে পারে*।
এছাড়াও এসব কন্টেইনারে অনেক সময় অবৈধ বা বিপজ্জনক পদার্থ, যেমন বিষাক্ত রাসায়নিক, অস্ত্র, মাদক ইত্যাদিও থাকতে পারে—যা উদ্ধারকারী ব্যক্তির জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

 

সমুদ্রপথে পণ্য পরিবহনে কন্টেইনারবাহী জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দুর্ঘটনায় হারিয়ে যাওয়া কন্টেইনার নিয়ে রয়েছে জটিলতা ও ঝুঁকি। একদিকে তা হতে পারে অবাক করা সৌভাগ্যের উৎস, অন্যদিকে হতে পারে আইনি জটিলতা বা প্রাণঘাতী বিপদ।

ছামিয়া

×