ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

দুই দেশ ঘটিয়েছে নতুন কাণ্ড, ষ্টেলথ বিমানও ফেলতে পারবে নতুন মিসাইল

প্রকাশিত: ২১:৫০, ৩ আগস্ট ২০২৫; আপডেট: ২১:৫৭, ৩ আগস্ট ২০২৫

দুই দেশ ঘটিয়েছে নতুন কাণ্ড, ষ্টেলথ বিমানও ফেলতে পারবে নতুন মিসাইল

ছবি: সংগৃহীত

ইউরোপের আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে যুক্ত হলো নতুন অধ্যায়। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডিজিএসসির সামরিক পরীক্ষা কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে নতুন প্রজন্মের উন্নত ক্ষেপণাস্ত্র SAMP/T NG-এর অংশ “ASTER B1 NT”। ফ্রান্সের থালেস এবং ইতালির এমবিডিএ-র সমন্বয়ে গঠিত ইউরোপীয় অস্ত্রনির্মাতা সংস্থা EUROSAM এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে।

নতুন এই এস্টার সংস্করণটি পূর্ববর্তী যেকোনো মডেলের তুলনায় অনেক বেশি কার্যকর ও কৌশলগতভাবে পরিপূর্ণ। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে স্টেলথ প্রযুক্তিসম্পন্ন যুদ্ধবিমান, স্বল্পপাল্লার ব্যালেস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক অস্ত্র প্রতিরোধের লক্ষ্যে।

২০২৪ সালের অক্টোবর মাসে এর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণের পর এবার দ্বিতীয় পরীক্ষার মূল লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্রটির দীর্ঘ পাল্লার সক্ষমতা যাচাই, যা শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছে ফ্রান্স ও ইতালি।

ASTER B1 NT ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় ৪৫০ কেজি। এতে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের প্রপালশন সিস্টেম ও গাইডেন্স অ্যালগরিদম, যার ফলে শেষ মুহূর্তেও টার্গেটের গতিপথ অনুযায়ী নিজেকে সামঞ্জস্য করে সরাসরি আঘাত হানতে পারে—অর্থাৎ এটি Hit-to-Kill প্রযুক্তিতে সজ্জিত।

এই ক্ষেপণাস্ত্র ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এতে রয়েছে KAB-END সিকার ও ইন্টারসেপশন অ্যালগরিদম, যা নিম্ন সিগনেচারধারী ক্রুজ মিসাইল বা অতি দ্রুতগামী হাইপারসোনিক মিসাইলও থামাতে পারে।

নতুন এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে SAMP/T NG প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে। এতে থাকবে মাল্টিফাংশনাল রাডার, ডিজিটাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং উন্নত ডেটা ফিউশন ও দ্রুত মোতায়নের সুবিধা। এই ব্যবস্থা নেটোর ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, ফলে ইউরোপব্যাপী একটি সমন্বিত ও স্তরযুক্ত প্রতিরক্ষা ছাতার অংশ হয়ে উঠবে এই ক্ষেপণাস্ত্র।

বিশ্বব্যাপী যুদ্ধ প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে, যেখানে হাইপারসোনিক ও রাডার এড়াতে সক্ষম মিসাইলের হুমকি বাড়ছে, সেখানে ASTER B1 NT ইউরোপীয় নিরাপত্তাকে একটি নতুন স্তম্ভের ওপর দাঁড় করিয়েছে। ভবিষ্যতের জটিল হুমকি মোকাবেলায় এটি ইউরোপের আত্মরক্ষায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

শেখ ফরিদ 

×