ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

গাজায় খাদ্য সংকট মোকাবিলায় বিশেষ পরিকল্পনায় ট্রাম্প!

প্রকাশিত: ২০:৩৪, ৩ আগস্ট ২০২৫

গাজায় খাদ্য সংকট মোকাবিলায় বিশেষ পরিকল্পনায় ট্রাম্প!

গাজায় ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সেখানে খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিতে একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন। চলমান ইসরায়েলি অবরোধের মধ্যে ফিলিস্তিনিদের জন্য সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়লেও ট্রাম্পের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার অ্যাক্সিওস নিউজ সাইটকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা মানুষকে সাহায্য করতে চাই। আমরা চাই তারা বেঁচে থাকুক। আমরা চাই তারা খেতে পারুক। এটা অনেক আগেই হওয়া উচিত ছিল।”

এই মন্তব্যের পরই হোয়াইট হাউস দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গাজায় মার্কিন ও ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর ত্রাণকেন্দ্র পরিদর্শনে যান।

পরিদর্শন নিয়ে এখনও তাকে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি বলেও স্বীকার করেন ট্রাম্প। তবে তিনি উইটকফের প্রশংসা করে বলেন, “সে দারুণ কাজ করছে।”
এর আগে একাধিকবার ট্রাম্প গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তিনি বলেন, “সেখানে যা ঘটছে, তা ভয়াবহ। হ্যাঁ, একদম ভয়ানক। মানুষ ভীষণ ক্ষুধার্ত।”

এমন সময়ে ট্রাম্পের মন্তব্য এসেছে, যখন গাজায় মার্কিন-ইসরায়েল সমন্বয়ে পরিচালিত ত্রাণ বিতরণ প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা চলছে। ফিলিস্তিনিরা এই বিতরণ ব্যবস্থাকে বাস্তুচ্যুতির হাতিয়ার এবং অনেকের জন্য মৃত্যুফাঁদ হিসেবে বর্ণনা করেছেন। গত মে মাস থেকে ত্রাণের অপেক্ষায় থাকা অবস্থায় ১,৩০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ক্ষুধাজনিত কারণে কমপক্ষে ১৫৪ জন ফিলিস্তিনি, যার মধ্যে ৮৯ জন শিশু, প্রাণ হারিয়েছেন।
 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় একপক্ষীয় ও নির্মম সামরিক অভিযান চালিয়ে আসছে। এতে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাগাতার বোমাবর্ষণে গাজার অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে।
 

গাজায় সহায়তা পৌঁছাতে মার্কিন নেতৃত্বাধীন নতুন পরিকল্পনা বাস্তবে কীভাবে রূপ নেবে, সেটি এখনও স্পষ্ট নয়। তবে মানবিক বিপর্যয়ের এই সময় বিশ্বজুড়ে নজর এখন ট্রাম্প প্রশাসনের উদ্যোগের দিকে।

 

সূত্র:https://tinyurl.com/4abt9dwa
 

আফরোজা

×