
ভারত রাশিয়া থেকে ছাড়ে পাওয়া তেল কেনা অব্যাহত রাখবে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সত্ত্বেও। এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস।
নিউইয়র্ক টাইমস তাদের শনিবারের প্রতিবেদনে ভারতের দুজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে ছাড়মূল্যে তেল কেনা বন্ধের কোনো পরিকল্পনা নেই ভারতের। বরং বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় এই আমদানি অব্যাহত রাখবে নয়াদিল্লি।
একই সঙ্গে রুশ বার্তা সংস্থা তাসও ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা থামানোর কোনো ইঙ্গিত নেই। দেশটির রিফাইনারিগুলো এখনো তেলের দাম ও অন্যান্য অর্থনৈতিক দিক বিশ্লেষণ করে রাশিয়া থেকে তেল কিনছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমার যতটুকু জানা, ভারত আর রাশিয়া থেকে তেল কিনছে না।” তিনি আরও বলেন, “আমি নিশ্চিত নই এটা সত্যি কি না, তবে এটা ভালো পদক্ষেপ। দেখা যাক, পরবর্তীতে কী হয়।”
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অব্যবস্থাপূর্ণ বাণিজ্যনীতি, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও অস্ত্র চুক্তি বজায় রাখার অভিযোগ করে আসছেন। চলতি সপ্তাহেই তিনি ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
বিশ্লেষকরা মনে করছেন, ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও ভারত তাদের অর্থনৈতিক কৌশল অনুযায়ী শক্তির উৎস বৈচিত্র্যময় রাখার নীতিতে অটল থাকছে। এতে করে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম এবং সরবরাহে ভারসাম্য বজায় রাখাও সম্ভব হচ্ছে।
বিশ্বের তেল আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম ভারত। তাই রাশিয়ার মতো বিকল্প উৎস থেকে তেল আমদানি চালিয়ে যাওয়া দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র:https://tinyurl.com/y65x3enw
আফরোজা