ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সাইবার হামলায় ফাঁস হলো ইরানে হামলাকারী ইসরায়েলি পাইলটদের পরিচয় ও ছবি

প্রকাশিত: ১২:৪৬, ৩ আগস্ট ২০২৫

সাইবার হামলায় ফাঁস হলো ইরানে হামলাকারী ইসরায়েলি পাইলটদের পরিচয় ও ছবি

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি ইরানের ওপর ১২ দিনের ধারাবাহিক বিমান হামলায় অংশগ্রহণকারী ইসরায়েলি পাইলটদের পরিচয় ও ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। এই হামলায় বহু ইরানি বেসামরিক নাগরিক নিহত ও আহত হন।

এই তথ্য ফাঁসের পেছনে রয়েছে ইসরায়েলবিরোধী হ্যাকার গ্রুপ CyberIsnaadFront, যারা জুলাইয়ের শেষ দিকে ইসরায়েলের একটি অতি গোপন ড্রোন ও বিমানযুদ্ধযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান SADNAT-এ সাইবার হামলা চালায়।

হ্যাকারদের দাবি অনুযায়ী, তারা ওই প্রতিষ্ঠানের সার্ভার থেকে ৩ টেরাবাইটেরও বেশি গোপন তথ্য সংগ্রহ করেছে এবং এর উৎপাদন কার্যক্রমেও ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে। SADNAT হলো ইসরায়েলি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সামরিক বিমানযন্ত্র সরবরাহকারী, যারা Rafael, Elbit Systems, Israel Aerospace Industries, Boeing এবং Orbit-এর মতো সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে।

CyberIsnaadFront এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রতিরোধ আন্দোলনের কমান্ডারদের হত্যায় ব্যবহৃত গোপন ডিজাইন নথি ও কৌশলগত তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। তারা এই তথ্য সহযোগী প্রতিরোধ রাষ্ট্রগুলোর সঙ্গে ভাগ করে নেওয়ার অঙ্গীকার করেছে, যাতে ভবিষ্যতে ইসরায়েলি হামলা প্রতিহত করা যায়।

হ্যাকার গ্রুপটি তিন মাস আগে গাজা উপত্যকার জনগণের সঙ্গে সংহতি জানিয়ে তাদের কার্যক্রম শুরু করে এবং এর পর থেকে একাধিকবার ইসরায়েলি সামরিক-শিল্পখাতে সাইবার হামলা চালিয়েছে।

এই ফাঁস হওয়া তথ্য এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষত এমন সময় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

ভিডিও লিঙ্কঃ https://www.tasnimnews.com/en/news/2025/08/03/3367877/cyber-blow-exposes-israeli-pilots-involved-in-iran-attacks-video

ইমরান

×