ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

রাফাল জেট ধ্বংস; পাকিস্তানের কৌশল নাকি ভারতের ব্যর্থতা?

প্রকাশিত: ১৬:৪৭, ৩ আগস্ট ২০২৫

রাফাল জেট ধ্বংস; পাকিস্তানের কৌশল নাকি ভারতের ব্যর্থতা?

ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইতিহাস সৃষ্টি করেছে পাকিস্তান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল ফাইটার জেট ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অবিশ্বাস্য সাফল্যের পেছনে মূল ভূমিকা রেখেছে ভারতের গোয়েন্দা ব্যর্থতা।

পাকিস্তানের দাবি অনুযায়ী, গত মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী ভয়াবহ বিমানযুদ্ধ সংঘটিত হয়। এতে অংশ নেয় প্রায় ১১০টি যুদ্ধবিমান, যা গত কয়েক দশকের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ এয়ার কমব্যাট হিসেবে বিবেচিত হচ্ছে। ওই সংঘাতে পাকিস্তানের পক্ষ থেকে চীনের তৈরি জে-১০ 'ভিগোরাস ড্রাগন' যুদ্ধবিমান ব্যবহার করা হয়, যেগুলো সজ্জিত ছিল চীনা প্রযুক্তির পিএল-১৫ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে।

রয়টার্স জানায়, ভারতীয় গোয়েন্দাদের ধারণা ছিল পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ১৫০ কিলোমিটার, তাই রাফাল পাইলটদের আশ্বস্ত করা হয়েছিল যে তারা পাকিস্তানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বাইরে রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের কার্যকর পাল্লা ছিল প্রায় ২০০ কিলোমিটার বা তার বেশি। এই গোয়েন্দা ত্রুটির জেরেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো রাফালসহ অন্তত তিনটি ভারতীয় যুদ্ধবিমানকে ভূপাতিত করতে সক্ষম হয়।

ভারত যদিও আনুষ্ঠানিকভাবে রাফাল ধ্বংসের বিষয়টি স্বীকার করেনি, তবে নির্মাতা ফরাসি প্রতিষ্ঠান পরে রাফাল ধ্বংসের তথ্য নিশ্চিত করে। এ ঘটনার পর রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে এবং এর ফলে পশ্চিমা অস্ত্রপ্রযুক্তির ওপর আস্থা কিছুটা হলেও টলেছে। এমনকি ঘটনার প্রভাব পড়ে রাফালের শেয়ারমূল্যেও।

বিশেষজ্ঞরা বলছেন, রাফাল যুদ্ধবিমান নিজে কোনো ত্রুটির শিকার হয়নি, বরং গোয়েন্দা ব্যর্থতাই ভারতের এই ক্ষতির প্রধান কারণ। এদিকে পাকিস্তানের এই ‘অপ্রত্যাশিত সাফল্য’ চীনা অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা ও আধুনিক প্রযুক্তির উপর একটি শক্ত বার্তা দিয়ে দিল বিশ্বের প্রতিরক্ষা বিশ্লেষকদের।

এই ঘটনায় প্রমাণিত হয়েছে যে আধুনিক যুদ্ধে শুধু উন্নত প্রযুক্তি নয়, নির্ভুল গোয়েন্দা তথ্য এবং বাস্তবতাভিত্তিক মূল্যায়নই সবচেয়ে বড় নিয়ামক। আর সেই ভুলেই ভারতের মতো পরাশক্তিও হারাতে পারে সবচেয়ে গর্বিত যুদ্ধবিমান।

শেখ ফরিদ 

×