ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

আওয়ামী সরকারের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণেই আটাব

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ১৭:২৫, ৩ আগস্ট ২০২৫

আওয়ামী সরকারের ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণেই আটাব

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ। সংগঠনটির ৩ জন সদস্যের নামে পল্টন থানায় করা জিডির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিলে পতিত সরকারের সঙ্গে মহাসচিবসহ বর্তমান কমিটির সভাপতি আব্দুস সালাম আরেফের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি উঠে আসে।

গত ১৮ মে ২০২৫ তারিখে পল্টন থানায় করা ১৩১১ নাম্বার জিডির তদন্ত কর্মকর্তা এস আই শামিম হাসানের দীর্ঘ প্রতিবেদনে বলা হয়েছে, আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের আত্মীয় পরিচয়ে ২০১১ সাল থেকে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে নিয়ম রক্ষার নির্বাচন দিয়ে ২ বার মহাসচিব, ১ বার যুগ্ম মহাসচিব ১ বার সহ-সভাপতি ও বর্তমান সভাপতি হন। তিনি নিয়মিত বাহাউদ্দিন নাসিমের দলীয় কার্যালয়ে যাতায়াত করতেন এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। বিতর্কিত কমিটি গঠন করে প্রতিবার টুঙ্গীপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। ৩ আগস্ট ২০২৪ ইং তারিখে ছাত্র আন্দোলন ঠেকাতে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় আব্দুস সালাম আরেফ উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আটাবের ব্যানারে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করেন এবং নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সকলের কাছে সহযোগিতা ও ভোট চান আটাব সভাপতি এবং মহাসচিব।

আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ আওয়ামীলীগ নেতা মুহায়মিন সালেহ এর কন্যা। মুহায়মিন সালেহ দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ১ (জুড়ি-বড়লেখা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আফসিয়ার চাচা এম এ মুমীত আশুক জুড়ি উপজেলার আওয়ামী লীগ মনোনীত ২ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আফসিয়ার ছোট চাচা এম এ মুহিত ফারুক দীর্ঘদিন হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আফসিয়ার শ্বশুর বাবুল মাস্টার গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এয়ারলাইন্স টিকিটের মূল্যবৃদ্ধির নেপথ্যে থাকা সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে আটাবের সদস্য সবুজ মুন্সী, মোহাম্মদ জুম্মান চৌধুরী এবং গোফরান চৌধুরীকে বিবাদী করে পল্টন থানায় জিডি করেন আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।

টিকিট সিন্ডিকেট চক্রটি ওই ৩ জন সদস্যের সহযোগিতায় আটাব সভাপতি এবং মহাসচিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এমনকি গোপনে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন বলে অভিযোগ করা হয়েছে জিডিতে।

তবে তদন্ত কর্মকর্তা সামিম হাসান বলেছেন, জিডি করা আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ এবং আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ ওই অভিযোগের সপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এমনকি এয়ারলাইন্স টিকিটের মূল্য কমানোর বিষয়ে আটাব সভাপতি এবং মহাসচিব কোনো কার্যকর পদক্ষেপ নেন নাই বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। 

পল্টন থানার এস আই সামিম হাসানের (বিপি-৯৪১৯২২৩৬২০) দীর্ঘ তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উক্ত জিডিটি নিষ্পত্তি করেন এবং নথিভুক্ত করার আদেশ দেন

শিহাব

×