ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ইসরাইলের বিরুদ্ধে তুরস্কের গোয়েন্দাদের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত: ১৮:০০, ৩ আগস্ট ২০২৫

ইসরাইলের বিরুদ্ধে তুরস্কের গোয়েন্দাদের যুদ্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অশান্তির কেন্দ্রবিন্দুতে দীর্ঘদিন ধরেই রয়েছে দখলদার ইসরাইল। কেউ কেউ একে আখ্যা দেন “মধ্যপ্রাচ্যের ক্যান্সার” হিসেবে। কারণ, অঞ্চলজুড়ে সংঘাত, বিভাজন ও বিশৃঙ্খলা ছড়াতে গোপনে সক্রিয় থাকে ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলো। এবার সেই ইসরাইলের বিরুদ্ধে তুরস্ককে টার্গেট করার গুরুতর অভিযোগ এনেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি।

সম্প্রতি এক সতর্কবার্তায় এমআইটি জানিয়েছে, ইসরাইল তুরস্কে এজেন্ট প্রবেশ করিয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে, তুরস্ক দীর্ঘদিন ধরে ইসরাইলের চিরশত্রু ইরানের পাশে দাঁড়িয়ে এসেছে। এটাই ইসরাইলকে ক্ষিপ্ত করে তুলেছে এবং তুরস্ককে তাদের গোপন তৎপরতার নতুন লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

ইসরাইলের কার্যক্রমের ধরন অনুযায়ী, তারা যে দেশকে টার্গেট করে, সেখানে চুপিচুপিই এজেন্ট ঢোকায়, যারা পরে ওই দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে। এমনকি ইসরাইল গুপ্তহত্যার মতো চরম অপরাধ করতেও পিছপা হয় না। এমআইটির মতে, এখন ঠিক সেই কৌশলেই তুরস্ককে ঘায়েল করতে চাইছে দখলদার ইসরাইল।

তারা বলছে, ইরানে যেমন গোপন হত্যাকাণ্ড ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানো হয়েছিল, তেমনই ষড়যন্ত্র এখন তুরস্কের বিরুদ্ধে। উদ্দেশ্য—দেশের ভিতরে বিভক্তি তৈরি করে স্থিতিশীলতা নষ্ট করা। এই হুমকি প্রতিরোধে জাতীয় ঐক্য জোরদার ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে এমআইটি।

এমন অভিযোগ নতুন নয়। গত জুলাইয়ের শেষদিকে ইরানে রাজতন্ত্রবিরোধী গোষ্ঠীগুলোর মাধ্যমে দাঙ্গা ছড়াতে চেয়েছিল ইসরাইল। তবে ইরানি গোয়েন্দারা আগেই পরিকল্পনার গন্ধ পেয়ে ১২০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করে।

এরও আগে, জুনের রক্তক্ষয়ী সংঘাতে ইসরাইলি এজেন্টরা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান থেকে শুরু করে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান পর্যন্ত গোপনে জানিয়ে দেয় ইসরাইলি বাহিনীকে। পরে এসব চক্রান্ত ফাঁস হলে মোসাদের বেশ কয়েক ডজন গুপ্তচর ও সহযোগীকে গ্রেপ্তার করে ইরান।

তুরস্ক ও ইরানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইসরাইলের জন্য একটি বড় কাঁটা। তাই ইরানকে দুর্বল করতে তার ঘনিষ্ঠ মিত্র তুরস্কের পেছনে পড়েছে দখলদাররা। এই পরিস্থিতি আঁচ করেই তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি দেশকে আগেভাগেই সতর্ক করেছে ইসরাইলি ষড়যন্ত্রের ব্যাপারে।

শেখ ফরিদ

×