ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বিমানে সহযাত্রীর চড় খেয়ে নিখোঁজ, তারপর যা ঘটলো 

প্রকাশিত: ১৭:১৭, ৩ আগস্ট ২০২৫

বিমানে সহযাত্রীর চড় খেয়ে নিখোঁজ, তারপর যা ঘটলো 

ছবি: সংগৃহীত

মুম্বাই-কলকাতা বিমানে আতঙ্কিত হয়ে পড়েন মজুমদার নামে এক ব্যক্তি তখন বিমানের এক সহযাত্রী তাকে চড় মারেন। এরপরই নিখোঁজ হন ওই ব্যক্তি। 

রবিবার (৩ আগস্ট) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কলকাতা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে, যেখানে বিমানটি অবতরণ করেছিল সেই এলাকায় পাওয়া গেছে ৩২ বছর বয়সী হোসেন আহমেদকে। তিনি আসামের কাছাড় জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার মুম্বাই থেকে কলকাতার একটি ফ্লাইটে উঠেছিলেন ওই ব্যক্তি এবং পরের দিন সেখান থেকে শিলচর যাওয়ার জন্য আরেকটি ফ্লাইটে যাওয়ার কথা ছিল তার। প্রতিবেদনে বলা হয়, হোসেন আহমেদ ইন্ডিগোর ফ্লাইট ৬ই-১৩৮-তে মুম্বাই থেকে শিলচর যাচ্ছিলেন। এরপরই তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েন এবং বিমান সেবিকারা তাকে সাহায্য করছিলেন।

এনডিটিভি জানায়, বিমানে থাকা অবস্থায় সহযাত্রী হাফিজুল রহমান তাকে চড় মারেন। ফ্লাইটটি কলকাতায় পৌঁছানোর পর, রহমানকে আটক করা হয় এবং হস্তান্তর করা হয় পুলিশের কাছে। তবে, পরে ছেড়ে দেওয়া হয় তাকে। হোসেন আহমেদও বিমানবন্দর ছেড়ে চলে যান।

মুম্বাইয়ের একটি হোটেলে কর্মরত ৩২ বছর বয়সী ওই ব্যক্তি এর আগেও বেশ কয়েকবার বিমানে করে গন্তব্যে গেছেন। ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তার পরিবার শুক্রবার (১ আগস্ট) তাকে গ্রহণ করতে শিলচর বিমানবন্দরেও পৌঁছেছিল। তার বাবা আব্দুল মান্নান মজুমদার জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি দেখার পর তারা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু হোসেন আহমেদের ফোন বন্ধ ছিল।

এরপর নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় এবং তদন্তে জানা যায়, তিনি শুক্রবার (১ আগস্ট) শিলচরের উদ্দেশ্যে ফ্লাইটে ওঠেননি এবং শনিবারও কলকাতা বিমানবন্দর থেকে বের হননি। এরপর পুলিশ খবর পায়, তিনি বরপেটা রেলওয়ে স্টেশনে আছেন এবং সেখানে তাকে খুঁজে পাওয়া গেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, তাকে অসুস্থ বলে মনে হচ্ছে এবং বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে।

এনডিটিভি

তাসমিম

×