ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সৌরজগতে ঢুকে পড়েছে বিশাল এক মহাজাগতিক বস্তু, গ্রহাণু নাকি ভিনগ্রহের যান?

প্রকাশিত: ১৮:৩৫, ৩ আগস্ট ২০২৫; আপডেট: ১৮:৩৬, ৩ আগস্ট ২০২৫

সৌরজগতে ঢুকে পড়েছে বিশাল এক মহাজাগতিক বস্তু, গ্রহাণু নাকি ভিনগ্রহের যান?

ছবি: সংগৃহীত

মহাকাশের গভীর থেকে ছুটে আসছে এক রহস্যময় বস্তু, যার গতিপথ আর গতি দেখে হতবাক বিজ্ঞানীরা। প্রতি সেকেন্ডে প্রায় ৩৭ মাইল (প্রায় ৬০ কিলোমিটার) বেগে মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্র থেকে এগিয়ে আসছে এটি। পৃথিবী থেকে এর বর্তমান দূরত্ব প্রায় ২৬ কোটি মাইল বা ৪২০ মিলিয়ন কিলোমিটার। প্রথম নজরে এটি গ্রহাণুর মতো হলেও বিজ্ঞানীরা বলছেন, এটি গ্রহাণু নয়—বরং হতে পারে সৌরজগতের বাইরের কোনো অজানা বস্তু।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ১ জুলাই চিলির রিও হুটাদো মরুভূমির ‘অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম’ (ATLAS) টেলিস্কোপে প্রথম ধরা পড়ে এই বস্তুটির অস্তিত্ব। গবেষকরা নাম দিয়েছেন—অটলাস।

জ্যোতির্বিদদের ভাষ্য অনুযায়ী, এর গতি ও গতিপথ পৃথিবীর সৌরজগতের কোনো বস্তু থেকে সম্পূর্ণ ভিন্ন। এমনকি বস্তুটির কিছু অদ্ভুত বৈশিষ্ট্য দেখে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক দাবি করেছেন—এটি কোনো ভিনগ্রহের প্রাণী বা সভ্যতার পাঠানো অনুসন্ধান মিশনের অংশও হতে পারে। তিনি তার দুই সহ-গবেষকের সঙ্গে এই বিষয়ে একটি একাডেমিক প্রবন্ধও লিখেছেন।

এর আগে ২০১৭ ও ২০১৯ সালে এমন দুটি রহস্যময় বস্তু সৌরজগতে অনুপ্রবেশ করেছিল, যা নিয়েও বিতর্কে জড়ান বিজ্ঞানীরা। কেউ বলেছিলেন, সেগুলো প্রাকৃতিক, আবার কেউ ইঙ্গিত করেছিলেন ভিনগ্রহীয় প্রযুক্তির দিকে।

তবে “অটলাস” নিয়ে বিজ্ঞানীদের একটি বিষয়েই একমত—এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়। তারা জানিয়েছেন, অটলাস পৃথিবীকে দেড় গুণ দূরত্ব থেকে অতিক্রম করবে—যার অর্থ এটি পৃথিবী থেকে ২৪ কোটি কিলোমিটার দূরে থাকবে।

আগামী ৩০ অক্টোবর এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি আসবে এবং তখনও এটি সূর্য থেকে ২১ কোটি কিলোমিটার দূরে অবস্থান করবে।

এমন গতি, এমন অদ্ভুত বৈশিষ্ট্য—“অটলাস” শুধু বিজ্ঞানীদের কৌতূহলই বাড়াচ্ছে না, বরং মহাবিশ্বে আমাদের অবস্থান ও ভিনগ্রহীয় সম্ভাবনা নিয়েও নতুন প্রশ্ন ছুড়ে দিচ্ছে।

শেখ ফরিদ 

×