ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা: কনসাল জেনারেল 

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই

প্রকাশিত: ১৭:১৫, ৩ আগস্ট ২০২৫; আপডেট: ১৭:১৮, ৩ আগস্ট ২০২৫

জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা: কনসাল জেনারেল 

ছবি: জনকণ্ঠ

দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে  অবিস্মরণীয় ঘটনা।

তিনি বলেন, ঐসময় জুলাই বিপ্লবের সাথে একাত্মতা ঘোষণা করে আরব আমিরাতে অনাকাঙ্ক্ষিত মিছিল মিটিং করায় ১৮৮ জনকে আটক করা হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হয়। সেই সময় অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস আমিরাতের মহামান্য প্রেসিডেন্টকে টেলিফোনে অনুরোধ জানালে তিনি সবাইকে মুক্তি দেন। তবে প্রবাসে যে যে দেশেই থাকেন না কেন সবাই ঐ দেশের স্থানীয় আইন মেনে দেশের ভাবমূর্তি উজ্জলে কাজ করবেন। তিনি রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে বলেন, প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখছে। তাই দেশের উন্নয়ন অগ্রগতিতে আরো ব্যাপকভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান তিনি।

শনিবার (২ আগষ্ট)  রাতে দুবাই কনস্যুলেট হলরুমে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট দুবাই আয়োজিত  সভায় তিনি এ কথা বলেন। 


কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এর সভাপতিত্বে শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন,আলহাজ্ব এম এ বাশার, মোহাম্মদ ইয়াকুব সৈনিক, মাহে আলম,জনতা ব্যাংকের ব্যবস্থাপক,প্রকৌশলী আব্দুর রশিদ, স্বপ্না মনি প্রমুখ। শুরুতে কনসাল জেনারেল ফিতা কেটে দেশ থেকে প্রেরিত চিত্র প্রদর্শনীর গ্যালারি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, প্রথম সচিব (শ্রম) শাহনাজ পারভীন, প্রথম সচিব (ইসিটি) মোঃ শাহরিয়ার আলম, দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল মামুন রশিদ, তৃতীয়  সচিব সাজ্জাদ জহির,হাজী শরাফত আলী, সিআইপি নজরুল ইসলাম,প্রকৌশলী করিমুল হক, জাহাঙ্গীর রুপু,  মোহাম্মদ আজিম উদ্দিন প্রমুখ। শেষে জুলাই বিপ্লবে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে  দোয়া  করেন মোহাম্মদ সিরাজুল মোস্তফা। 

শিহাব

আরো পড়ুন  

×