
ছবি: সংগৃহীত
পাকিস্তান ও ইরান পারস্পরিক বাণিজ্য আরও জোরদার করতে সম্মত হয়েছে এবং বার্ষিক ৮ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রবিবার ইসলামাবাদে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সফরের সময় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল ও ইরানের শিল্পমন্ত্রী মোহাম্মদ আতাবাকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্যিক বাধা দূর, সীমান্ত সুবিধা উন্নয়ন এবং নির্দিষ্ট খাতে আস্থা ভিত্তিক অংশীদারিত্ব গড়ার অঙ্গীকার করে। কামাল বলেন, সঠিকভাবে কাজ করলে বার্ষিক বাণিজ্য সহজেই ৫-৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তিনি ফেডারেল ও প্রাদেশিক চেম্বারগুলোর অংশগ্রহণে লক্ষ্যমাত্রাভিত্তিক বাণিজ্য প্রতিনিধি দল গঠনের প্রস্তাব দেন।
আতাবাক জানান, উভয় দেশের ব্যবসায়ীরা প্রস্তুত, এখন প্রয়োজন শুধু কার্যকর নীতিগত সহায়তা। তিনি প্রতিটি উচ্চপর্যায়ের সফরের সময় বি২বি বৈঠকের প্রস্তাব দেন। দুই মন্ত্রী কৃষি, প্রাণিসম্পদ, জ্বালানি ও পরিবহন খাতকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করেন।
তারা যৌথ অর্থনৈতিক কমিশনের (JEC) পরবর্তী বৈঠক দ্রুত আয়োজন ও বাণিজ্য করিডোর উন্নয়নের ব্যাপারে একমত হন। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সাংস্কৃতিক ও আঞ্চলিক গুরুত্বও তুলে ধরে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃসুলভ সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।
ইসলামাবাদে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সরকারি সফরের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং মধ্যাহ্নভোজ ও উচ্চপর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়। রাতে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির আয়োজনে রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন তিনি।
আবির