
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে বিভেদ ও প্রতিহিংসার বদলে মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতির আহ্বান জানিয়েছেন। জুলাই গণঅভুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সহবাগে ছাত্রদলের আয়োজিত সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে এই বার্তা দেন তিনি।
তারেক রহমান বলেন, "জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমাদের ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পাওয়ার এই সুযোগ কাজে লাগাতে হবে।"
তিনি তরুণ প্রজন্মকে ধানের শীষ প্রতীকে তাদের প্রথম ভোট দেয়ার আহ্বান জানান এবং বলেন, "তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক"—এই স্লোগান সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারেক রহমানের এই বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতির প্রতি দলটির প্রতিশ্রুতি স্পষ্ট হয়ে ওঠে।
শেখ ফরিদ