
ছবি: সংগৃহীত
জাপানের টোকিওর উপকণ্ঠে গিয়োদা শহরে একটি পয়ঃনিষ্কাশন পাইপ পরীক্ষা চলাকালে একজন শ্রমিক দুর্ঘটনাক্রমে ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিন শ্রমিক একে একে নিচে নামেন। তবে, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই মারা যান।
শনিবার (২ আগস্ট) এ দুর্ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, গিয়োদায় একটি পয়ঃনিষ্কাশন পাইপ পরীক্ষা চলাকালে একজন শ্রমিক দুর্ঘটনাক্রমে ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিন শ্রমিক একে একে নিচে নামেন। তবে, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনই মারা যান। নিহতদের সবার বয়স আনুমানিক পঞ্চাশের কাছাকাছি।
ম্যানহোল থেকে উচ্চমাত্রার হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হচ্ছিল বলে দমকল বিভাগ জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এই গ্যাসের কারণেই শ্রমিকরা শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান।
ঘটনার সময় প্রায় ১০ শ্রমিক সেখানে উপস্থিত ছিলেন। তারা পয়ঃনিষ্কাশন পাইপ পরীক্ষা এবং প্রয়োজন হলে দূষিত কাদা ও পানি পরিষ্কারের দায়িত্বে ছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ম্যানহোল থেকে উদ্ধার করা চার শ্রমিককে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তাসমিম