ঢাকা, বাংলাদেশ   রোববার ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

মধ্য আকাশে সহযাত্রীকে চড় মারা সেই যাত্রীর কী হয়েছে?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০, ৩ আগস্ট ২০২৫

মধ্য আকাশে সহযাত্রীকে চড় মারা সেই যাত্রীর কী হয়েছে?

ছবি: সংগৃহীত

মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলচরগামী ফ্লাইটে যাত্রী হোসেন আহমেদ মজুমদার মানসিক অস্থিরতায় আক্রান্ত হয়ে পড়েন। এ সময় ক্রুরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু আশপাশে বসা এক অপরিচিত সহযাত্রী হাফিজুল রহমান আচমকা তাকে থাপ্পড় মারেন, এই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর, কলকাতা-শিলচর অংশের ফ্লাইট তিনি নেননি। আত্মীয়রা তাঁকে নিতে শিলচর বিমানবন্দরে গেলেও তিনি পৌঁছাননি। ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। এতে একপ্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবশেষে শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাঁকে আসামের বারপেটা রেলস্টেশনে খুঁজে পাওয়া যায়। তিনি বিমান থেকে নেমে ট্রেনে যাত্রা করেছিলেন। ঠিক কী কারণে তিনি ফোন ধরেননি তা এখনও জানা যায়নি।

অন্যদিকে, যিনি থাপ্পড় মেরেছিলেন, সেই হাফিজুল রহমানকে কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের কাছে হস্তান্তর করে পুলিশে দেওয়া হয়। তবে তাকে পরে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ইন্ডিগো বিমান সংস্থা হাফিজুল রহমানকে ৩০ দিনের জন্য তাদের সব ফ্লাইটে নিষিদ্ধ করেছে। তদন্ত শেষে জাতীয়ভাবে ‘নো-ফ্লাই’ তালিকাতেও তাঁর নাম যুক্ত হতে পারে।

মুমু ২

×