ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

৮ লাখ ৫০ হাজার বছর আগেই শিশুদের ভক্ষণ করত আদিম মানব? স্পেনে মিলল ভয়ংকর প্রমাণ

প্রকাশিত: ১৪:৫০, ৩ আগস্ট ২০২৫; আপডেট: ১৫:০০, ৩ আগস্ট ২০২৫

৮ লাখ ৫০ হাজার বছর আগেই শিশুদের ভক্ষণ করত আদিম মানব? স্পেনে মিলল ভয়ংকর প্রমাণ

ছবিঃ সংগৃহীত

স্পেনের এক প্রত্নতাত্ত্বিক খননে এমন এক চাঞ্চল্যকর প্রমাণ মিলেছে, যা প্রমাণ করে যে প্রাচীন মানব প্রজাতি Homo antecessor প্রায় ৮ লাখ ৫০ হাজার বছর আগে শিশুদের শিকার করে খেত।

উত্তর স্পেনের আতাপুয়েরকা অঞ্চলের গ্রান ডোলিনা গুহায় খননকাজ চলাকালে ২ থেকে ৪ বছর বয়সী এক শিশুর কশেরুকা (গলার হাড়) উদ্ধার করেন প্রত্নতত্ত্ববিদরা। ওই হাড়ে স্পষ্ট কাটা ও মাংস ছাড়ানোর দাগ দেখা গেছে, যা নিঃসন্দেহে জবাই ও ভক্ষণ প্রক্রিয়ারই প্রমাণ।

শিশুদেরও শিকার করা হতো, হাড় বিশ্লেষণে ইঙ্গিত
এই কঙ্কাল বিশ্লেষণে দেখা গেছে, শিশুটিকে পশুর মতোই জবাই করে খাওয়া হয়েছিল। কাতালান ইনস্টিটিউট অব হিউম্যান প্যালিওইকোলজি অ্যান্ড সোশ্যাল ইভোলিউশন (IPHES)-এর গবেষক দল, যাঁরা এ খনন পরিচালনা করছেন, জানিয়েছেন যে এই দাগগুলো সাধারণত যেসব স্থানে প্রাণীর দেহ ছিন্নভিন্ন করা হয়, ঠিক সেসব স্থানেই পাওয়া গেছে।

খননকার্য সহ-পরিচালক ড. পামিরা সালাদিয়ে জানান, হাড়ে পাওয়া কাটাছেঁড়ার দাগগুলো নিশ্চিত করে যে শিশুটির দেহ প্রক্রিয়াজাত করা হয়েছিল একেবারে খাওয়ার উদ্দেশ্যেই।

আদিম মানবদের প্রাত্যহিক রীতিই ছিল নৃশংসতা?
গত ৩০ বছরে এই গুহা থেকে বহু মানুষের হাড়গোড় উদ্ধার হয়েছে, যেগুলোর বেশিরভাগেই মাংস ছাড়ানোর দাগ বা মানবদেহে কামড়ের চিহ্ন পাওয়া গেছে। এসব থেকে ধারণা করা হচ্ছে, Homo antecessor প্রজাতির মধ্যে এই ক্যানিবালিজম বা নরখাদক প্রবণতা ছিল নিয়মিত এবং সামাজিকভাবে গৃহীত।

এই প্রজাতির মানুষের মস্তিষ্ক ছিল আধুনিক মানবের তুলনায় ছোট, দেহ ছিল বলিষ্ঠ। তবে তাঁদের ডান হাতের ব্যবহার ও প্রাথমিক প্রতীকী ভাষার দক্ষতা ছিল বলে মনে করছেন গবেষকেরা।

বিশেষজ্ঞদের মতে, নরখাদকতা তাঁদের কাছে শুধু খাদ্য সংকটের সমাধান ছিল না; বরং তা হতে পারে সামাজিক নিয়ন্ত্রণের কৌশল বা ধর্মীয় আচারবিধির অংশও।

বিশ্বজুড়েই নরখাদকতার নজির
স্পেনের বাইরে, কেনিয়ার একটি সাইটে ১৪.৫ লাখ বছর আগের মানবদেহের হাড়ে কাটা দাগ পাওয়া গেছে, যা প্রাচীন যুগে ক্যানিবালিজমের আরও পুরনো নজির।
যুক্তরাজ্যের সমারসেটের চেডার গর্জে পাওয়া খুলিগুলো বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, প্রাচীন মানুষ হয়তো মানুষের খুলি দিয়েই পানপাত্র তৈরি করত।

স্পেনে পাওয়া এই নতুন আবিষ্কার প্রমাণ করে, মানব ইতিহাসে নরখাদকতা কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আদিম সমাজের জটিলতা ও টিকে থাকার কৌশলের এক অন্ধকার অধ্যায়।

এটি শুধু ইতিহাস নয়, বরং মানুষের মনোজগৎ, মূল্যবোধ ও আচরণের প্রাচীনতম স্তরের গভীর চিত্র।

সূত্রঃ https://timesofindia.indiatimes.com/etimes/trending/early-humans-ate-children-850000-years-ago-scientists-find-chilling-evidence-of-cannibalism/articleshow/122973299.cms

ইমরান

×