
ছবি: সংগৃহীত
বিএনপি যেকোনো সময় "জুলাই সনদ"–এ স্বাক্ষর করতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।সোমবার (৪ আগস্ট) গুলশানে নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন জানান, "জুলাই সনদ" হাতে পাওয়ার পর ৩০ জুলাই বিএনপি তা পর্যালোচনা করে কিছু সংশোধনসহ আনুষ্ঠানিক জবাব দিয়েছে। তিনি দাবি করেন, সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং এ নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা ভিত্তিহীন।
সালাহউদ্দিন বলেন, "জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য রয়েছে।" ঘোষণাপত্রে যে প্রস্তাব রাখা হয়েছিল, তার জবাব বিএনপি ফেব্রুয়ারিতেই দিয়েছিল বলে উল্লেখ করেন তিনি। তবে ২৬ মার্চের প্রসঙ্গটি ঘোষণা থেকে বাদ দিতে চেয়েছে বিএনপি এবং বিষয়টি নিয়ে তারা ভিন্নমত পোষণ করেছে। এছাড়া, রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি চতুর্থ তফসিলের মাধ্যমে নিশ্চিত করার পক্ষে মত দিয়েছে দলটি।
তিনি আরও বলেন, ঘোষণাপত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে, তা মেনে না নিলে পাঠ শেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
সালাহউদ্দিন জানান, ঐকমত্য কমিশনে যে ১৯টি মৌলিক বিষয়ের ওপর আলোচনা হয়েছে, তার মধ্যে ১২টিতে বিএনপি একমত হলেও ৭টিতে তারা “নোট অব ডিসেন্ট” দিয়েছে, অর্থাৎ ভিন্নমত জানিয়েছে।
তিনি বলেন, "ফ্যাসিবাদবিরোধী ঐক্য" বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিএনপিকে সনদে স্বাক্ষর না করার অপবাদ দেওয়া হলেও তারা সবসময় গঠনমূলক সহযোগিতা করে এসেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের কোনো দাওয়াত এখনও পর্যন্ত বিএনপি পায়নি।
ছামিয়া