ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

গোপন নয়, এবার প্রকাশ্যেই যুদ্ধবিরতির ডাক—ট্রাম্পকে চিঠি দিয়ে ইতিহাস গড়লেন ৫৫০ জন!

প্রকাশিত: ১৫:৪৯, ৪ আগস্ট ২০২৫; আপডেট: ১৫:৪৯, ৪ আগস্ট ২০২৫

গোপন নয়, এবার প্রকাশ্যেই যুদ্ধবিরতির ডাক—ট্রাম্পকে চিঠি দিয়ে ইতিহাস গড়লেন ৫৫০ জন!

ছবি: সংগৃহীত

ইসরায়েলের শত শত অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা, যাদের মধ্যে গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরাও রয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন—ইসরায়েল সরকারকে গাজা যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার জন্য।

সোমবার গণমাধ্যমে প্রকাশিত একটি খোলা চিঠিতে তারা লেখেন, “আমাদের পেশাগত মূল্যায়ন অনুযায়ী, হামাস আর ইসরায়েলের জন্য কোনো কৌশলগত হুমকি নয়।”

সাবেক অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের পরিচালক আমি আয়ালন বলেন, “প্রথমে এই যুদ্ধ ন্যায্য ও আত্মরক্ষামূলক ছিল। কিন্তু যখন আমরা সামরিক লক্ষ্য পূরণ করে ফেলেছি, তখন এই যুদ্ধ আর ন্যায্য থাকে না।”

একটি ভিডিওবার্তায় আয়ালন সতর্ক করে বলেন, এই যুদ্ধ “ইসরায়েল রাষ্ট্রকে তার নিরাপত্তা ও পরিচয় হারানোর দিকে ঠেলে দিচ্ছে।”

এই চিঠিতে ৫৫০ জন সাবেক কর্মকর্তা স্বাক্ষর করেছেন, যাদের মধ্যে রয়েছেন শিন বেত ও গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধানরা। তারা ট্রাম্পের প্রতি আহ্বান জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতির দিকে “অগ্রসর করতে”।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আন্তর্জাতিক মহল থেকে ইসরায়েলের প্রতি চাপ ক্রমশ বেড়েছে যাতে একটি যুদ্ধবিরতির মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা যায় এবং জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো যেন মানবিক সহায়তা বিতরণ করতে পারে।

তবে নেতানিয়াহুর জোট সরকারের কিছু মন্ত্রী যুদ্ধ চালিয়ে যাওয়ার এবং গাজার আংশিক বা পূর্ণ দখলের পক্ষে অবস্থান নিয়েছেন।

চিঠিতে স্বাক্ষর করা তিনজন সাবেক মোসাদ প্রধান হলেন—তামির পারদো, এফ্রাইম হেলেভি এবং ড্যানি ইয়াতোম।

অন্যান্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন শিন বেতের পাঁচ সাবেক প্রধান—আমি আয়ালন, নাদাভ আরগামান, ইয়োরাম কোহেন, ইয়াকভ পেরি এবং কারমি গিলন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর তিন সাবেক প্রধানও রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন এবং ড্যান হালুটজ।

চিঠিতে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী “বলপ্রয়োগের মাধ্যমে অর্জনযোগ্য দুটি লক্ষ্য ইতিমধ্যেই পূরণ করেছে—হামাসের সামরিক কাঠামো এবং প্রশাসনিক ক্ষমতা ধ্বংস করা।”

তারা আরও লেখেন, “তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য—সকল জিম্মিকে ঘরে ফিরিয়ে আনা—একমাত্র একটি চুক্তির মাধ্যমেই অর্জন সম্ভব।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, “হামাসের অবশিষ্ট নেতাদের ধাওয়া করে ধরা পরে করাও সম্ভব।”

সাবেক এসব নিরাপত্তা কর্মকর্তা চিঠিতে ট্রাম্পকে বলেন, ইসরায়েলিদের বড় একটি অংশের কাছে আপনার (ট্রাম্পের) গ্রহণযোগ্যতা আছে এবং আপনি নেতানিয়াহুর ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামাতে ও জিম্মিদের ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারেন।

তাদের মতে, যুদ্ধবিরতির পর ট্রাম্প একটি আঞ্চলিক জোট গঠন করে পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজায় দায়িত্ব নিতে বাধ্য করতে পারেন—যাতে হামাসের পরিবর্তে বিকল্প একটি প্রশাসন গড়ে ওঠে।

আবির

×