ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

সিনেমা দেখতে বৈষম্যের শিকার আইফোন ব্যবহারকারীরা

প্রকাশিত: ১৮:৩৪, ৪ আগস্ট ২০২৫

সিনেমা দেখতে বৈষম্যের শিকার আইফোন ব্যবহারকারীরা

প্রেক্ষাগৃহে মুক্তির পর সরাসরি ইউটিউবে মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। আগেই অভিনেতা জানিয়েছিলেন, ছবিটি তিনি ইউটিউবে রিলিজ করবেন।

সেই অনুযায়ী ১ আগস্ট থেকে মাত্র ১০০ রুপির বিনিময়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সিনেমাটি দেখতে পাচ্ছেন।

তবে মুক্তির কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, অ্যাপল আইফোন ব্যবহারকারীদের সিনেমাটি দেখতে দিতে হচ্ছে ১৭৯ রুপি। বিষয়টি জানাজানি হতেই আমির খান প্রোডাকশন হাউজ একটি পোস্ট করে সবার কাছে ক্ষমা চেয়েছে।

পোস্টে লেখা হয়— “আমরা ক্ষমাপ্রার্থী। এই মুহূর্তে জানতে পেরেছি, আমাদের ছবি ‘সিতারে জামিন পার’ আইফোন ব্যবহারকারীদের ১৭৯ রুপির বিনিময়ে দেখতে হচ্ছে। যত দ্রুত সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছি।”

নেটিজেনদের ধারণা, অ্যাপল ব্যবহারকারীরা চাইলে ব্রাউজার বা অন্য ডিভাইস ব্যবহার করে স্বল্পমূল্যে সিনেমাটি দেখতে পারেন।

সানজানা

×