ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

কেন এত নীরব অপু বিশ্বাস? বুবলীর পোস্টে তোলপাড়, অপু চুপচাপ

প্রকাশিত: ২০:০৬, ৪ আগস্ট ২০২৫

কেন এত নীরব অপু বিশ্বাস? বুবলীর পোস্টে তোলপাড়, অপু চুপচাপ

নায়িকা অপু বিশ্বাস এখন যেন এক নিঃশব্দ প্রতিবাদের পথে। শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে যখন সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে, তখন সাবেক স্ত্রী অপু বিশ্বাস একেবারেই নীরব। এক সময় তিনিও পোস্টের মাধ্যমে নিজের অবস্থান জানান দিতেন, এখন শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত। অথচ শাকিব-বুবলী প্রসঙ্গে সাম্প্রতিক আলোচনায় বারবার উঠে আসছে অপুর নাম, তবু তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া নেই। 

এই সিঙ্গেল তারকা মায়েদের নিয়ে ভক্তদের কথার যেন শেষ নেই। এর কারণ, কথা বলার মতো পরিস্থিতি এই দুই নায়িকাই তৈরি করেন। কেউ একজন শাকিবকে নিয়ে কিছু পোস্ট দিলেই পাল্টা পোস্ট দেন আরেকজন। দুই নায়িকার ভার্চ্যুয়াল যুদ্ধের যেন শেষ নেই। অপু বিশ্বাস ও বুবলী—উভয়েই হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন। কখনো অপু বিশ্বাস ইঙ্গিতে শবনম বুবলীকে খোঁচা মারেন। কখনও শবনম সরাসরি  অপুকে নিয়ে পোস্ট করেন। 

গত ২৫ জুলাই একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, শাকিব খান, শবনম বুবলী এবং তাঁদের সন্তান শেহজাদ খান বীর একসঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেখানে সময় কাটাবেন। কিন্তু এ ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি অপু বিশ্বাস।

গতকাল রাতে বুবলী ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায়, শাকিব ও বুবলী একসঙ্গে হাঁটছেন, হাসিমুখে সন্তানকে সময় দিচ্ছেন। সাথে সাথেই ভক্তদের মনে আশা জাগে এইবার হয়তো অপু কিছু বলবেন। 

কিন্তু সবার অধীর আগ্রহের পরও চুপ আছেন অপু বিশ্বাস। 

কোনো মন্তব্য নয়, কোনো পোস্টও নয় শাকিব বা বুবলীকে নিয়ে। বরং তিনি নিজের ফেসবুকে শেয়ার করেন একটি সেলুনের প্রচারণামূলক পোস্ট। এর আগেও শাকিব-বুবলী যখন যুক্তরাষ্ট্রযাত্রা নিয়ে শিরোনাম হন, তখন অপু শুধু একটি ধর্মীয় কাজে অংশগ্রহণকারী এক ব্যবসায়ীকে ওমরাহ হজে পাঠানোর একটি খবর শেয়ার করেন।

তবে অপুর এই নীরবতা যেন তার ভক্তদের আরও বেশি প্রশ্ন জাগিয়ে তুলেছে। অনেকেই মন্তব্য করছেন, অপু কেন কিছু বলছেন না? কারও মন্তব্য—"বুবলী তো জিতেই যাচ্ছে!" কেউ কেউ আরও একধাপ এগিয়ে লিখেছেন, “আপনি নিশ্চয়ই নিজেও শিগগির যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, তাই চুপ।”

অপু বিশ্বাস হয়তো সচেতনভাবেই এই ভার্চ্যুয়াল যুদ্ধ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। কাজ নিয়েই থাকতে চাইছেন।

 

সানজানা

×