
ছবি: সংগৃহীত
দেড় দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে অনিয়মিত হলেও বলিউডে এখনো আলোচনায় তনুশ্রী দত্ত। মাঝে মাঝেই নানা মন্তব্য ও অভিযোগে সংবাদের শিরোনামে উঠে আসছেন তিনি। ‘আশিক বনায়া আপনে’ ছবির মাধ্যমে আলোচনায় আসা এই অভিনেত্রী ২০১৮ সালে বলিউডে ‘মি টু’ আন্দোলনের সূচনা করেন। এরপর একাধিক পরিচালক ও সহ-অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তনুশ্রী নতুন করে অভিযোগ এনেছেন ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চকলেট’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। তাঁর দাবি, শুটিং না থাকা সত্ত্বেও তাঁকে প্রতিদিন সেটে ডাকা হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখা হলেও কোনো দৃশ্যে তাঁকে ব্যবহার করা হতো না। শুধু তাই নয়, তাঁকে শর্ট ড্রেস পরে পুরো ইউনিটের সামনে বসে থাকতে বাধ্য করা হতো। যখনই তিনি গাউন বা বড় কোনো পোশাক পরে নিজেকে ঢাকতে চাইতেন, তখন তা করতে দেওয়া হতো না—পরিচালকের নির্দেশেই এসব হতো।
তনুশ্রীর ভাষায়, “শর্ট স্কার্ট পরে বসে থাকতাম, গাউন পরতে গেলেই বলা হতো—‘না, শট আসছে, খুলে ফেলো।’ এমন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হতো আমাকে।”
তিনি আরও জানান, একবার এমন এক দৃশ্যেও তাঁকে রাখা হয়েছিল, যেখানে তাঁর উপস্থিতির কোনো প্রয়োজন ছিল না। সেই দৃশ্যে তাঁকে পোশাক খুলে নাচতে বলেন পরিচালক বিবেক। তনুশ্রীর বক্তব্য, “তিনি আমাকে বলেন, ‘কাপড় খুলে নাচো।’ আমি বিস্মিত হয়ে যাই। তখন ইরফান খান ও সুনীল শেট্টি এগিয়ে এসে আমাকে রক্ষা করেন।”
উল্লেখ্য, ‘চকলেট’ মুক্তি পায় ২০০৫ সালে। এটি পরিচালনা করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। আর ২০০১ সালে মুক্তি পাওয়া হলিউড চলচ্চিত্র ‘ট্যাঙ্গল্ড’ অবলম্বনে নির্মিত হয়েছিল ‘আশিক বনায়ে আপনে’, যা পরিচালনা করেন আদিত্য দত্ত। সেই সিনেমায় তনুশ্রীর সঙ্গে ছিলেন ইমরান হাশমি, সোনু সুদ, ও বিবেক ভাসওয়ানি।
আসিফ