ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

আমি আমার অধিকার ও স্বাধীনতা নিয়ে থাকব, কারণ দেশটা আমার

প্রকাশিত: ১৩:০৪, ৪ আগস্ট ২০২৫

আমি আমার অধিকার ও স্বাধীনতা নিয়ে থাকব, কারণ দেশটা আমার

ছবি: সংগৃহীত

গত বছরের ছাত্র আন্দোলনের শুরু থেকেই সোচ্চার ভূমিকা রেখেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রাজপথে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দাঁড়িয়েছিলেন তিনি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল তার সরব উপস্থিতি। ২০২৪ সালের ১ আগস্ট, পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীর ফার্মগেটে বৃষ্টিভেজা দিনে দৃশ্যমাধ্যমের শিল্পীরা আয়োজিত এক সমাবেশে অংশ নেন বাঁধন।

সেদিন প্রতিবাদমঞ্চে দাঁড়িয়ে বাঁধন বলেছিলেন, “যে অস্ত্র প্রকাশ্যে নিরীহ মানুষের ওপর গুলি চালায়, গণহারে গ্রেপ্তার করে, সেই অস্ত্র কখনও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিচ্ছবি হতে পারে না।”

তিনি আরও বলেন, “আজকে যে বাচ্চাগুলো রাস্তায় আছে, তাদের জায়গায় আমার মেয়েও থাকতে পারত। কিংবা আপনি-আমি—আমরাও হতে পারতাম ভুক্তভোগী। এই অস্ত্র আমাদের নিরাপত্তা দিতে পারেনি। এই ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

বাঁধনের বক্তব্যে স্পষ্ট ছিল নিজের অবস্থান ও চেতনাবোধ: “আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াবো, তখন কেউ আমাকে দলীয় ট্যাগ দিতে পারবে না। এই দলীয় রাজনীতির খাঁচা থেকে বের হতে হবে। আমার অধিকার লাগবে, কারণ আমার তো কোনো বিদেশি পাসপোর্ট নেই। আমি এ দেশেই থাকব, আমার অধিকার আর স্বাধীনতা নিয়ে থাকব। নিপীড়িত হয়ে নয়—মাথা উঁচু করেই। আমার সন্তানও যেন এই দেশেই মাথা তুলে বেড়ে উঠতে পারে, সেই পরিবেশ চাই। কারণ, দেশটা আমার।”

আজ, রোববার (৩ আগস্ট), আন্দোলনের সেই স্মরণীয় বক্তব্যটি নিজের ফেসবুকে আবার শেয়ার করেছেন অভিনেত্রী বাঁধন।

আসিফ

×