
ছবি: সংগৃহীত
অভিনয় জীবন থেকে বিদায় নেবার প্রস্তুতি নিচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মাস খানেক আগে তিনি জানান, ২০২৫ সাল থেকে ধীরে ধীরে মিডিয়াতে কাজের পরিমাণ কমিয়ে আনা শুরু করবেন এবং পরবর্তীতে পুরোপুরি অভিনয় থেকে সরে দাঁড়াবেন।
এরপরই ওমরাহ পালন করতে সৌদি আরবে যান অহনা। দেশে ফেরার পর থেকে তিনি তার জীবনযাত্রা ও পোশাকে বড় ধরনের পরিবর্তন এনেছেন। বিশেষ করে বোরকা ও হিজাব পরিধান করে তিনি নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং ভবিষ্যতেও এমন পোশাক পরার ইচ্ছা প্রকাশ করেছেন।
এক সাক্ষাৎকারে অহনা বলেন, “নাটকের বাইরে মাথায় কাপড় না পরাই আমার ব্যক্তিগত বিষয়। ইন্টারভিউ দিতে গেলেও চেষ্টা করি মাথায় কাপড় রাখার।”
অভিনয় থেকে সরে যাওয়ার এই সিদ্ধান্ত এবং ধর্মীয় পোশাক পরিধানের কারণে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, যদি ধর্মীয় অনুভূতি থাকে, তাহলে কেন এখনও অভিনয় করছেন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অহনা এই বিতর্কের জবাবে জানান, “অভিনয় বাদে উপার্জনের অন্য কোনো উপায় থাকলে আমি শোবিজ ছেড়ে দিতাম। কিন্তু এখন তা নেই, তাই কাজ চালিয়ে যাচ্ছি। কারণ বসে থাকলে রাজার সম্পত্তিও শেষ হয়ে যাবে।”
তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, “আপনারা যদি মনে করেন আমি সিম্প্যাথির জন্য মাথায় কাপড় পরছি, তাহলে আমার মাসিক খরচ আপনারা এসে দিয়ে যান। টিভি চ্যানেলের বিকাশ নম্বরও আছে, সেখানে টাকা দিয়ে যান।”
অহনা রহমান মডেলিং দিয়ে শোবিজে প্রবেশ করেন এবং পরবর্তীতে বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় থাকেন।
আসিফ