ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ছেলের গায়ের রং নিয়ে মন্তব্য করায় মামলা দায়ের পথে অভিনেত্রী

প্রকাশিত: ১৯:৩১, ৪ আগস্ট ২০২৫

ছেলের গায়ের রং নিয়ে মন্তব্য করায় মামলা দায়ের পথে অভিনেত্রী

ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ার ট্রোলিং নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছেন। 

মাত্র সাত মাসের ছেলেকে নিয়ে অশালীন ও বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হয়েছেন তিনি। 

দেবলীনার দাবি, তার ছেলের গায়ের রং নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অশোভন মন্তব্য করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক স্ক্রিনশট শেয়ার করে দেবলীনা জানান, এখন পর্যন্ত তার ছোট্ট ছেলেকে নিয়ে ২০০০-এরও বেশি ঘৃণামূলক মন্তব্য করা হয়েছে।

এক স্টোরিতে দেবলীনা লিখেছেন, ‘এবার এদের প্রাপ্য চিকিৎসা দেওয়া হোক। সাত মাসের শিশুকে ট্রোল করে... রঙের কথা, ধর্মের কথা... একটা সীমা আছে। দয়াকরে আমাকে এই জাতীয় ট্রোলের স্ক্রিনশট এবং প্রোফাইল ডিএম করুন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করছি।’

এর আগেও দেবলীনা বারবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন। ২০২৩ সালে জিম ট্রেনার ও শিখ ধর্মাবলম্বী শানওয়াজ শেখকে বিয়ে করে নানা কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। তখনও ট্রোলারদের জবাব দিতে পিছপা হননি তিনি।

সম্প্রতি স্বামী ও ছেলেকে নিয়ে একটি ছবি পোস্ট করেন দেবলীনা। তারপরেই একাংশ কটাক্ষ করে মন্তব্য করে, ‘বাচ্চা তো বাবার মতো দেখতে হয়েছে।’ এই মন্তব্যের জবাবে দেবলীনা লেখেন, ‘কেন? আপনাকে কি পাশের বাড়ির কাকার মতো দেখতে?’

বর্তমানে দেবলীনা ট্রোলারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পথে এগোচ্ছেন। তার অনুরোধ, যারা এ ধরনের ঘৃণামূলক মন্তব্য দেখতে পেয়েছেন, তারা যেন প্রমাণসহ তার ইনবক্সে জানান।

সানজানা

×