ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ফেনীর মহিপালে ২০২৪-এর ৪ আগস্টের গণহত্যায় শহীদ-গাজীদের স্মরণে দোয়া ও খাবার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ২২:১৪, ৪ আগস্ট ২০২৫; আপডেট: ২২:১৫, ৪ আগস্ট ২০২৫

ফেনীর মহিপালে ২০২৪-এর ৪ আগস্টের গণহত্যায় শহীদ-গাজীদের স্মরণে দোয়া ও খাবার বিতরণ

২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ও আহত গাজীদের স্মরণে দোয়া মাহফিল এবং মুসাফিরদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে ফেনী শহরের মহিপালে নিহতদের স্মরণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে বাদ জোহর ফেনী জহিরিয়া মসজিদে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি ইলিয়াস বিন নাজেম।

খাবার বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—এনসিপির সংগঠক আবদুল্লাহ আল জোবায়ের, আবদুল আজিজ, মোহাইমেন তাজিম, আবদুল কাইয়ুম সোহাগ, সানাহ উল্লাহ রাশেদ, জুবায়ের আল মুজাহিদ, মোসলেহ উদ্দিন মাহাদী প্রমুখ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীদের হামলা ও গুলি বর্ষণে অন্তত ৭ জন নিহত এবং চার শতাধিক আন্দোলনকারী আহত হন।

নুসরাত

×