ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

শেরপুরে নিখোঁজ অটোরিকশাচালক কিশোরের গলায় রশি প্যাঁচানো লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ২২:০৩, ৪ আগস্ট ২০২৫

শেরপুরে নিখোঁজ অটোরিকশাচালক কিশোরের গলায় রশি প্যাঁচানো লাশ উদ্ধার

নিহত অটোচালকের স্বজনদের আহাজারি

শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশে ডোবা থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেলে লাশটি উদ্ধার করা হয়। নিহত হোসেন আলী পাশের চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ভাড়ার উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হোসেন আলী। কিন্তু রাতে সে আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর সোমবার বিকেলে খরখরিয়া ব্রিজের পাশে ডোবার পানিতে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তার অর্ধডুবন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সেটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং থানায় মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে তিন জোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা সম্ভবত হত্যাকারীদের।”

নুসরাত

×